বিরল রোগে আক্রান্ত শিশু আবু বক্করকে ১ লাখ ৪৪ হাজার টাকা অনুদান
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৩:৪৪ পিএম, ১৮ই মে ২০২৩

ফেসবুকের মাধ্যমে সংগৃহীত বিরল রোগে আক্রান্ত শিশু আবু বক্কর (৫) কে চিকিৎসা বাবদ ১ লাখ ৪৪ হাজার প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ মে) সকালে সিরাজগঞ্জের জেলা প্রশাসক কার্যালয় হলরুমে আবু বক্কারের মায়ের হাতে অর্থ তুলে দেওয়া হয়।
জানা গেছে, শিশু আবু বক্কর যখন জন্ম নেন, তখন শিশুটির বাবা আবু বক্করের এমন বিরল রোগে আক্রান্ত দেখে স্ত্রী বাচ্চা রেখে পলায়ন করেন। এমনকি পিতা বাচ্চাটিকে বালিশ চাপা দিয়ে হত্যা পর্যন্ত করতে চেয়েছিলো, কিন্ত শিশুটির মায়ের বাধায় শিশুটিকে রক্ষা করা হয়। এমতাবস্থায় এতিম এই শিশুটিকে চিকিৎসার জন্য পরিবাররে কোন সচ্ছলতা ছিলনা। মা অন্যর জমিতে কৃষি লেবাবরে কাজ করে সংসার চালাতো।
এমতাবস্থায় সুখ পাখির স্বেচ্ছাসেবক হালিমা তুজ সাদিয়ার নজরে আসলে শিশু বাচ্চার সমস্যার কথা ফেসবুকে তুলে ধরলে বাচ্চাটির জন্য অনেক দাতা সদস্য বিকাশ ও ব্যাংকের মাধ্যমে প্রায় ১ লাখ ৪৪ হাজার উত্তোলন করেন।
এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান, স্থানীয় সরকারের উপসচিব তোফাজ্জল হোসপন, সুখ পাখির প্রতিষ্ঠাতা শেখ রজব আলী ও সুখ পাখির স্বেচ্ছাসেবক আব্দুল্লাহ আল মামুন, আসিফ ও অর্থ সংগ্রহকারী হালীমা তুজ সাদিয়া।
জেবি/ আরএইচ/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

২১৪ বছরেও স্কুলে নেই নতুনত্বের ছোঁয়া, ছাদ থেকে খসে পড়ছে কংক্রিট

জয়পুরহাটে মাদ্রাসায় নিয়োগে জালিয়াতি: ৯ লাখ ১৪ হাজার ১৫০ টাকা বেতন–ভাতা ফেরতের নির্দেশ

মান্দায় ভিমরুলের কামড়ে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

এবার রাজশাহীর মাইজভান্ডারী দরবারে হামলা-ভাঙচুর বিক্ষুব্ধ জনতার
