বর্তমান সরকার গরীব অসহায় মানুষের বিপদে পাশে থাকে: স্বেচ্ছাসেবক লীগ সভাপতি
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৫ পিএম, ২২শে সেপ্টেম্বর ২০২২

স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মল রন্জন গুহ বলেছেন, বর্তমান সরকার গরীব অসহায় মানুষের বিপদে সবসময়ই পাশে থাকে।
ঠাকুরগাঁওয়ে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে স্বেচ্ছাসেবক লীগ সবসময়ই দূর্গতদের পাশে থাকে।
জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নজমুল হুদা এ্যাপোলোর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুনামের সঞ্চালনায় ঠাকুরগাঁওয়ের বিডি হলের উক্ত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান সাদেক কোরাইশী, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতা কৃষিবিদ আব্দুস সালাম, আরিফুর রহমান টিটো, শিহাব শাহরিয়ার, সদর উপজেলার সভাপতি মুজাহিদুর রহমান শুভ,আব্দুল ওয়াফু তপু প্রমুখ।
উল্লেখ্য উক্ত অনুষ্ঠানে ৫ শতাধিক কম্বল বিতরণ করা হয়।
এসএ/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

ঢাবি শিক্ষার্থীরা মুক্ত পরিবেশে নেতৃত্ব বেছে নিয়েছে: শিবির সভাপতি

ডাকসু নির্বাচনে বিজয় পেলেও মিছিল নয়, শান্ত থাকার নির্দেশ জামায়াতের

প্রাথমিকে সঙ্গীতের ওপর গুরুত্ব আরোপ জাতির ভবিষ্যতের জন্য হুমকি

ডাকসু নির্বাচনে বড় কোনো অসঙ্গতি পাওয়া যায়নি: শিক্ষক নেটওয়ার্ক
