চাঁপাইনবাবগঞ্জে গাঁজাসহ দুই মাদক কারবারি আটক
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৭:১৯ পিএম, ২৪শে মে ২০২৩

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে ২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাব। মঙ্গলবার (২৩ মে) দিবাগত রাতে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো, চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলার উপ চাকপাড়া গ্রামের মনিরুল ইসলাম (২৫), আল-আমিন (১৯)।
রাজশাহী র্যাব-৫ সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানীর উপ- অধিনায়ক সহকারী পুলিশ সুপার আমিনুল ইসলামের নেতৃত্বে মাদক বিরোধী অভিযান চালিয়ে শিবগঞ্জের কানসাট গোপালনগর মোড়ে অবস্থিত আমিন উল্লাহ মার্কেটের মডার্ন ডায়াগনস্টিক সেন্টারের সামনে থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের দুজনের কাছে থাকা ২ কেজি গাঁজা পাওয়া যায়।
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় আলামত হস্তান্তর এবং আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।
জেবি/ আরএইচ/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

২১৪ বছরেও স্কুলে নেই নতুনত্বের ছোঁয়া, ছাদ থেকে খসে পড়ছে কংক্রিট

জয়পুরহাটে মাদ্রাসায় নিয়োগে জালিয়াতি: ৯ লাখ ১৪ হাজার ১৫০ টাকা বেতন–ভাতা ফেরতের নির্দেশ

মান্দায় ভিমরুলের কামড়ে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

এবার রাজশাহীর মাইজভান্ডারী দরবারে হামলা-ভাঙচুর বিক্ষুব্ধ জনতার
