বেড়ায় পাট ক্ষেত থেকে ভ্যান চালকের লাশ উদ্ধার
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ১২:১১ পিএম, ৭ই জুন ২০২৩

পাবনার বেড়ায় একটি পাট ক্ষেত থেকে ইউসুফ আলী (৫৫) নামের এক ভ্যান চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৬ জুন) বিকেলে উপজেলার হাটুরিয়া-নাকালিয়া ইউনিয়নের নাকালিয়া বাজার সংলগ্ন নয়নপুর কবরস্থানের পাশে পাট ক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত ইউসুফ আলী নয়নপুর গ্রামের মৃত খোরশেদ আলীর ছেলে। বেড়া মডেল থানা পুলিশের সাথে কথা বলে জানা যায়,এলাকাবাসীদের দেওয়া সংবাদের ভিত্তিতে ওই দিন বিকেলেই পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে।
পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করছে,এতে লাশের গলায় ও ঘাড়ে আঘাতের চিহ্ন রয়েছে।
ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। জিজ্ঞাসা বাদের জন্য সন্দেহভাজন দুইজনকে আটক করেছে বেড়া থানা পুলিশ।
আরএক্স/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

২১৪ বছরেও স্কুলে নেই নতুনত্বের ছোঁয়া, ছাদ থেকে খসে পড়ছে কংক্রিট

জয়পুরহাটে মাদ্রাসায় নিয়োগে জালিয়াতি: ৯ লাখ ১৪ হাজার ১৫০ টাকা বেতন–ভাতা ফেরতের নির্দেশ

মান্দায় ভিমরুলের কামড়ে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

এবার রাজশাহীর মাইজভান্ডারী দরবারে হামলা-ভাঙচুর বিক্ষুব্ধ জনতার
