নিজের ভোট দিতে আসেনি সাদিক আবদুল্লাহ
জনবাণী ডেস্ক
প্রকাশ: ০৫:২৪ পিএম, ১২ই জুন ২০২৩

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে চাচা দাঁড়িয়েছেন। আনন্দ নিয়ে ভাতিজার ভোট দিতে আসার কথা। কিন্তু বরিশালের সাবেক হতে যাওয়া মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ তা করেননি। নিজের ভোটটি দিতে তিনি বরিশালে আসেননি।
সোমবার (১২ জুন) ভোটগ্রহণ অনুষ্ঠানেও তিনি আসেনি। দেননি চাচা বা অন্য কোনো প্রার্থীকে ভোট।
আরও পড়ুন: আমি অবশ্যই জয়ী হব: খোকন সেরনিয়াবাত
সাদিকের না আসা নিয়ে খোকন সেরনিয়াবাতকে প্রশ্ন করা হয়েছিল যখন তিনি ভোট দিতে আসেন। সে সময় কিছু না বললেও ভোট দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন তিনি। বলেন, সাদিক আসবে কিনা সেটা তার ব্যক্তিগত বিষয়। এ বিষয়ে আমি কিছু বলতে পারব না।
গত ১ এপ্রিল বরিশাল ছাড়েন সাদিক। যান ভারতে। আজমির শরীফ হয়ে ফেরেন ঢাকায়। তখন থেকে সেখানেই আছেন তিনি। অবশ্য ঢাকা থেকে একবার বরিশালে নিজের কর্মীদের সঙ্গে ভার্চুয়ালি সভা করেন তিনি। সে সময় চাচা খোকন সেরনিয়াবাতকে ভোট দিতে সবাইকে অনুরোধ করেন।
জেবি/ আরএইচ/