আমি অবশ্যই জয়ী হব: খোকন সেরনিয়াবাত


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ১২:১৫ অপরাহ্ন, ১২ই জুন ২০২৩


আমি অবশ্যই জয়ী হব: খোকন সেরনিয়াবাত
ছবি: সংগৃহীত

বরিশাল সিটি নির্বাচনের নৌকা প্রতীকের প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ (খোকন সেরনিয়াবাত) বলেছেন, আমি খুবই আনন্দিত যে ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে এসেছেন। এটা দেখে ভালো লাগছে। এভাবে ভোট চললে আমি অবশ্যই জয়ী হব।


সোমবার (১২ জুন) সকালে সরকারি বরিশাল কলেজে ভোট দেওয়ার পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।


আরও পড়ুন: নির্বাচন সুন্দর, সুষ্ঠু এবং অবাধ হচ্ছে: ইসি হাবিব


খোকন বলেন, আমি আমার কর্মীদের অবশ্যই বলব তারা যাতে সংযত থাকেন। অনেক কাউন্সিলরদের মধ্যেই বিরোধ আছে। তাদের নিজেদের ভেতরেই কোন্দল রয়েছে।


বরিশাল সিটির রিটার্নিং কর্মকর্তা  হুমায়ুন কবির জানান, নির্বাচনে ৮৯৪টি ভোট কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। প্রতিটি ভোট কক্ষে একটি করে ও প্রতিটি কেন্দ্রের প্রবেশ পথে দুটি করে ক্যামেরা স্থাপন করা হয়েছে।


জেবি/ আরএইচ/