নির্বাচন সুন্দর, সুষ্ঠু এবং অবাধ হচ্ছে: ইসি হাবিব


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ১২:০১ অপরাহ্ন, ১২ই জুন ২০২৩


নির্বাচন সুন্দর, সুষ্ঠু এবং অবাধ হচ্ছে: ইসি হাবিব
ছবি: সংগৃহীত

এখন পর্যন্ত খুলনা ও বরিশাল সিটি করপোরেশনের ভোট খুব সুন্দর, সুষ্ঠু এবং অবাধভাবে হচ্ছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান।


সোমবার (১২ জুন) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ দুই সিটির ভোট সিসি ক্যামেরায় মনিটরিংয়ের এক পর্যায়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।


মো. আহসান হাবিব খান বলেছেন, সিইসিসহ আমরা প্রত্যেকটা সিসি ক্যামেরা মনিটরিং করছি। সকাল থেকে এতো বেশি উৎসবমুখর পরিবেশে ভোটার উপস্থিতি, যে কল্পনার বাইরে। 


আরও পড়ুন: বরিশাল-খুলনার নির্বাচন সুষ্ঠু হবে: ইসি হাবিব


তিনি বলেন, আমরা মাঠ পর্যায় থেকে রিপোর্ট পাচ্ছি আমাদের নিজস্ব পর্যবেক্ষক টিমের কাছ থেকে। বরিশালে আমাদের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ গেছেন এবং খুলনায় গেছেন যুগ্মসচিব মনিরুজ্জামান। তাদের সঙ্গে ১০ জন করে কর্মকর্তারা আছেন। 


তিনি আরও বলেন, আমরা আশা করি যে- অতীতের চেয়ে ভোটার উপস্থিতি বেশি হবে। যেহেতু ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোট হচ্ছে, তেমন কোনো অসুবিধা হচ্ছে না। কারো পক্ষ থেকে কোন অভিযোগ আসেনি। আশা করি শেষ পর্যন্ত এইভাবেই একটা সুন্দর নির্বাচন উপহার দিতে পারবো।


জেবি/ আরএইচ/