Logo

বরিশাল-খুলনার নির্বাচন সুষ্ঠু হবে: ইসি হাবিব

profile picture
জনবাণী ডেস্ক
১১ জুন, ২০২৩, ২৩:৫৩
40Shares
বরিশাল-খুলনার নির্বাচন সুষ্ঠু হবে: ইসি হাবিব
ছবি: সংগৃহীত

বরিশাল ও খুলনা সিটি করপোরেশনের নির্বাচন গাজীপুরের নির্বাচনের চেয়ে ভালো হবে বলে বিশ্বাস করি

বিজ্ঞাপন

নির্বাচন কমিশনার (ইসি) মো. আহসান হাবিব খান বলেছেন, কেউ ভোটে অনিয়মের সঙ্গে জড়িত হলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। তিনি বলেন, সম্প্রতি অনুষ্ঠিত গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের চেয়েও বরিশাল ও খুলনা সিটি করপোরেশনের নির্বাচন ভালো হবে।

রবিবার (১১ জুন) সকালে আহসান হাবিব খান সাংবাদিকদের এ কথা জানান।

বিজ্ঞাপন

ইসি আহসান হাবিব খান বলেন, তফসিল ঘোষণার পর থেকেই নির্বাচনী বিধি-বিধান প্রতিপালনে নির্বাচন কমিশনের অবস্থান কঠোর ছিল। খুলনা ও বরিশাল সিটি নির্বাচনের প্রতিটি পদক্ষেপেই আমরা সুতীক্ষ্ণ নজর রাখি; অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সব ধরনের পদক্ষেপ নিয়েছি। 

বিজ্ঞাপন

আহসান হাবিব খান বলেন, আমরা সবার জন্য সমান সুযোগ তৈরি করেছি এবং নির্বাচনী প্রচারণায় অনিয়ম এবং বিশৃঙ্খলা করলে কোনো ধরনের ছাড় দেইনি। বহিরাগতদের প্রবেশ বন্ধের জন্য চেকপোস্ট করা হয়েছে। বরিশাল ও খুলনা সিটি করপোরেশনের নির্বাচন গাজীপুরের নির্বাচনের চেয়ে ভালো হবে বলে বিশ্বাস করি। 

বিজ্ঞাপন

দুই সিটি করপোরেশনে আনুষ্ঠানিক প্রচার শেষ হয়েছে শনিবার মধ্যরাতে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বরিশাল ও খুলনায় মোতায়েন করা হয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য।

বিজ্ঞাপন

জেবি/ আরএইচ/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD