নির্বাচন কমিশন কারও পক্ষে কাজ করে না: ইসি হাবিব
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৭:১৯ অপরাহ্ন, ৩০শে মে ২০২৩
নির্বাচন কমিশন স্বাধীন। কোনো প্রকার চাপ, কোনো পক্ষপাতিত্ব করার মনোভাব আমাদের নেই। ভবিষ্যতেও থাকবে না। যার প্রতিফলন আমরা এই পর্যন্ত দেখিয়েছি বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান (অব.)।
মঙ্গলবার (৩০ মে) খুলনায় নির্বাচনের প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
আরও পড়ুন: নির্বাচন কমিশন অনিয়মের পক্ষে না: ইসি হাবিব
ইসি আহসান হাবিব খান বলেন, যারা আমাদের কর্মকাণ্ড নিয়ে সন্দেহ পোষণ করছেন তারা ভুলের স্বর্গে বাস করছেন। এক বছর তিন মাসে কিন্তু আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি, ঝিনাইদহসহ অনেক নির্বাচন করেছি।
তিনি বলেন, বিশ্বাস রাখেন আমাদের প্রতি। আপনাদের কাছ থেকে আমরা আরও বিশ্বস্ততা অর্জন করতে চাই। নির্বাচন কেউ বলে চ্যালেঞ্জ, কেউ বলে পরীক্ষা। চ্যালেঞ্জ বা পরীক্ষা নয়, ছোট হোক বড় হোক প্রত্যেকটা নির্বাচন আমাদের কাছে সমান গুরুত্বপূর্ণ।
আরও পড়ুন: ইভিএমে ফল পরিবর্তনের কোনও সুযোগ নেই: সিইসি
তিনি আরও বলেন, স্বদিচ্ছা থাকলেও একা নির্বাচন কমিশনের সুন্দর, সুচারু ও পক্ষপাতিত্বহীন নির্বাচন করা সম্ভব নয়। প্রশাসন, আইনশঙ্খলা বাহিনীর সহযোগিতা পাচ্ছি। তেমনই আপনাদের সহযোগিতা পাচ্ছি। চটকদার কথা বলে নির্বাচনের আগে গাজীপুরে একজনের প্রার্থীতা বাতিল হয়েছে।
সভায় প্রধান অতিথি ছিলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
জেবি/ আরএইচ/