নির্বাচন কমিশন অনিয়মের পক্ষে না: ইসি হাবিব


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৩:৫১ পূর্বাহ্ন, ৪ঠা জানুয়ারী ২০২৩


নির্বাচন কমিশন অনিয়মের পক্ষে না: ইসি হাবিব
নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান- ছবি: সংগৃহীত

নির্বাচন কোনো ধরনের অনিয়মের পক্ষপাতিত্ব করে না বা অনিয়মকে প্রশ্রয় দেয় না বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান।


মঙ্গলবার (৩ জানুয়ারি) নির্বাচন ভবনে সাংবাদিকদেরকে এসব কথা বলেন তিনি।


তিনি বলেন, গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে করার জন্য আমাদের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এর আগে অনিয়মের কারণে গাইবান্ধার উপ-নির্বাচন বন্ধ করা হয়েছিল। ওই নির্বাচনে অনিয়মের দায়ে ১৩৪ জনের বিরুদ্ধে আমরা শাস্তিমূলক ব্যবস্থাও নিয়েছি।


ভোটে প্রচারণা বন্ধ হওয়ার পর কেউ কেউ প্রচারণার চেষ্টা করেছেন জানিয়ে এই কমিশনার বলেন, আমরা এগুলো কঠিনভাবে দমন করেছি। সঙ্গে সঙ্গে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হয়েছে। 


অনিয়মের কারণে গত ১২ অক্টোবর গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচন বন্ধ ঘোষণা করে ইসি। পরে ৪ জানুয়ারি এ আসনে ভোটের নতুন তারিখ ঘোষণা করা হয়।