Logo

এক গ্লাস খেজুরের রসেই থেমে গেল শিশুর প্রাণ

profile picture
উপজেলা প্রতিনিধি
বগুড়া
১৫ ডিসেম্বর, ২০২৫, ১৩:৫১
4Shares
এক গ্লাস খেজুরের রসেই থেমে গেল শিশুর প্রাণ
ছবি: প্রতিনিধি

বগুড়ার শেরপুরে খেজুরের কাঁচা রস পান করার পর অসুস্থ হয়ে এক মাদ্রাসা ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত শিশুটির নাম মাহিন বাবু (৬)।

বিজ্ঞাপন

সে উপজেলার শাহ বন্দেগী ইউনিয়নের বাগড়া চকপোতা দুবলাগাড়ী গ্রামের আপেল মাহমুদ ফুয়াদ হোসেনের ছেলে এবং স্থানীয় তালীমুস সুন্নাহ মাদ্রাসার প্লে শ্রেণির ছাত্র।

মাদ্রাসার পরিচালক মাওলানা আব্দুল আউয়াল জানান, রোববার (১৪ ডিসেম্বর) সকালে মাহিন বাবু নিজ বাড়িতে খেজুরের কাঁচা রস পান করার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। পরিবারের সদস্যরা দ্রুত তাকে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তবে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়।

বিজ্ঞাপন

পারিবারিক সূত্রে জানা যায়, সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত প্রায় ১২টার দিকে মাহিন বাবু মারা যায়। শিশুটির অকাল মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে।

সোমবার (১৫ ডিসেম্বর) বেলা ১১টার দিকে নিজ গ্রামে জানাজা শেষে মাহিন বাবুর মরদেহ স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD