জনপ্রিয়তা থাকলে বিএনপির প্রার্থী জিততেও পারত: লিটন
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১১:৫৬ এএম, ২১শে জুন ২০২৩

রাজশাহীতে সিটি করপোরেশন নির্বাচনে ভোট দিয়ে আওয়ামী লীগের মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, এই নির্বাচনে বিএনপির প্রার্থী না দেওয়া ভুল সিদ্ধান্ত। জনপ্রিয়তা থাকলে তাদের প্রার্থী জিততেও পারতেন।
কিছু কেন্দ্রে ইভিএমে ভোট গ্রহণে ধীর গতি হচ্ছে জানিয়ে তিনি বলেন, সকালেই খবর পেয়েছি, দু’একটি কেন্দ্রে ইভিএমের কারণে ধীর গতিতে ভোটগ্রহণ হচ্ছে। নিশ্চয় নির্বাচন কমিশন বিষয়টি দেখবেন।
তিনি বলেন, ‘নির্বাচনে ভোটার উপস্থিতি অন্তত ৬০ ভাগ হবে। এটা আশা করাই যায়।’
আরও পড়ুন: রাশাহীতে ভোটকেন্দ্রে দুই মেয়রপ্রার্থীর কোলাকুলি
এর আগে বুধবার সকাল ৯টা ১০ মিনিটে নগরীর স্যাটেলাইট টাউন হাইস্কুল কেন্দ্রের ২ নম্বর বুথে ভোট দেন তিনি। এসময় স্ত্রী শাহীন আকতার রেণী ও দুই কন্যা আনিকা ফারিহা জামান অর্ণা ও মাইশা জামান শ্রেয়াকে সঙ্গে নিয়ে ভোট কেন্দ্রে যান লিটন।
জেবি/ আরএইচ/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

২১৪ বছরেও স্কুলে নেই নতুনত্বের ছোঁয়া, ছাদ থেকে খসে পড়ছে কংক্রিট

জয়পুরহাটে মাদ্রাসায় নিয়োগে জালিয়াতি: ৯ লাখ ১৪ হাজার ১৫০ টাকা বেতন–ভাতা ফেরতের নির্দেশ

মান্দায় ভিমরুলের কামড়ে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

এবার রাজশাহীর মাইজভান্ডারী দরবারে হামলা-ভাঙচুর বিক্ষুব্ধ জনতার
