সভায় উপস্থিত না থাকায় পাবিপ্রবি ছাত্রলীগের ১০ নেতাকে শোকজ
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০২:৩৭ পিএম, ২৭শে আগস্ট ২০২৩

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্মরণকালের সর্ববৃহৎ ছাত্রসমাবেশ সফল করার লক্ষ্যে বিশেষ বর্ধিত সভায় উপস্থিত না থাকায় পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) শাখা ছাত্রলীগের ১০ নেতাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেয়া হয়েছে।
শনিবার (২৬ অগাস্ট) সন্ধ্যায় পাবিপ্রবি শাখা ছাত্রলীগ সভাপতি ফরিদুল ইসলাম বাবু ও সাধারণ সম্পাদক মোঃ নুরুল্লাহর স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে ওই ১০ নেতাকে আগামী তিন কার্যদিবসের মধ্যে লিখিত নোটিশের জবাব স্বশরীরে দিতে বলা হয়েছে।
কারণ দর্শানোর নোটিশ পাওয়া ১০ নেতা হলেন পাবিপ্রবি শাখা ছাত্রলীগের সহ-সভাপতি অলক সরকার, সহ-সভাপতি মাহমুদুল হাসান, সহ-সভাপতি বি এম জুনায়েদ, সহ-সভাপতি আবদুল্লাহ আল-মামুন খান, সহ-সভাপতি শাহেদ হোসেন, সহ-সভাপতি মো. বিল্লাল হোসেন, সহ-সভাপতি শুভ হাসান, সহ-সভাপতি মো. লাওহী মাহফুজ সুমন, সহ-সভাপতি রেদওয়ান আহমেদ অভি এবং যুগ্ম সাধারণ সম্পাদক মো. লিংকন হোসেন।
আগামী ১ সেপ্টেম্বর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব স্মরণে বাংলাদেশ ছাত্রলীগ ছাত্রসমাবেশ করবে। এ উপলক্ষে শনিবার (২৬ আগস্ট) বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমি ভবনের গ্যালারি-২ তে প্রস্তুতি সভার আয়োজন করে পাবিপ্রবি শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে শাখা ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের সাবেক-বর্তমান বেশিরভাগ নেতৃবৃন্দ উপস্থিত থাকলেও অনুপস্থিত ছিলেন শাখা ছাত্রলীগের ১০ জন পদধারী নেতা। ফলে সেই ১০ জনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেয়া হয়েছে।
আরএক্স/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

২১৪ বছরেও স্কুলে নেই নতুনত্বের ছোঁয়া, ছাদ থেকে খসে পড়ছে কংক্রিট

জয়পুরহাটে মাদ্রাসায় নিয়োগে জালিয়াতি: ৯ লাখ ১৪ হাজার ১৫০ টাকা বেতন–ভাতা ফেরতের নির্দেশ

মান্দায় ভিমরুলের কামড়ে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

এবার রাজশাহীর মাইজভান্ডারী দরবারে হামলা-ভাঙচুর বিক্ষুব্ধ জনতার
