পাবনার ঈশ্বরদীতে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৩:২৩ পিএম, ২৯শে আগস্ট ২০২৩

পাবনার ঈশ্বরদীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্র করে ময়না বেগম (৫২) নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে।
নিহত ময়না বেগম পৌর শহরের মশুরিয়াপাড়া এলাকার রেজাউল করিমের স্ত্রী।
ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, প্রতিবেশি শিলা বেগমের কাছ থেকে বাকিতে কাপড় কিনে ময়না বেগমের মেয়ে। সোমবার (২৮ আগস্ট) রাতে এই পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দুইজনের মধ্যে কথা কাটাকাটি হলে এক পর্যায়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এসময় জাহাঙ্গীর নামে এক ব্যক্তির লাঠির আঘাতে ময়না বেগম আহত হলে প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে গত রাত ৩টার দিকে তার মৃত্যু হয়।
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
আরএক্স/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

২১৪ বছরেও স্কুলে নেই নতুনত্বের ছোঁয়া, ছাদ থেকে খসে পড়ছে কংক্রিট

জয়পুরহাটে মাদ্রাসায় নিয়োগে জালিয়াতি: ৯ লাখ ১৪ হাজার ১৫০ টাকা বেতন–ভাতা ফেরতের নির্দেশ

মান্দায় ভিমরুলের কামড়ে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

এবার রাজশাহীর মাইজভান্ডারী দরবারে হামলা-ভাঙচুর বিক্ষুব্ধ জনতার
