চাঁপাইনবাবগঞ্জে ইজিবাইক চোর চক্রের ৪ সক্রিয় সদস্য গ্রেফতার
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৫:৫৩ পিএম, ১৭ই সেপ্টেম্বর ২০২৩

চাঁপাইনবাবগঞ্জে সঙ্ঘবদ্ধ ইজিবাইক চক্রের মূল হোতা সহ ৪ সদস্য কে র্যাব অভিযান চালিয়ে গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে পূর্বেও চুরি, মাদক মামলা রয়েছে।
শনিবার (১৬ সেপ্টেম্বর) গভীর রাতে সদর উপজেলার রানিহাটি ইউনিয়নের কৃষ্ণ গোবিন্দপুর গ্রামে একটি বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
রাজশাহী সিপিসি-১ র্যাব -৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানান চোর চক্রটি জেলার বিভিন্ন স্থান থেকে ইজিবাইক চুরি করে বিভিন্ন অংশ ভিন্ন ভিন্ন করে বিভিন্ন স্থানে বিক্রি করতো। এই বিষয়ে জানার পর র্যাব ছায়া তদন্ত শুরু করে। অটোচুরি সংক্রান্ত তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে চোর চক্রের মূলহোতাসহ ৪ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়।
উক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলা সদর মডেল থানায় আলামত হস্তান্তর ও মামলা রুজু করা হয়েছে।
আরএক্স/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

২১৪ বছরেও স্কুলে নেই নতুনত্বের ছোঁয়া, ছাদ থেকে খসে পড়ছে কংক্রিট

জয়পুরহাটে মাদ্রাসায় নিয়োগে জালিয়াতি: ৯ লাখ ১৪ হাজার ১৫০ টাকা বেতন–ভাতা ফেরতের নির্দেশ

মান্দায় ভিমরুলের কামড়ে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

এবার রাজশাহীর মাইজভান্ডারী দরবারে হামলা-ভাঙচুর বিক্ষুব্ধ জনতার
