কমনওয়েলথ বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেল ইসলামী ব্যাংক


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৮:৩৭ পিএম, ১৮ই সেপ্টেম্বর ২০২৩


কমনওয়েলথ বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেল ইসলামী ব্যাংক
কমনওয়েলথ বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি বাংলাদেশের শক্তিশালী ব্যাংক হিসেবে কমনওয়েলথ বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৩ অর্জন করেছে।


সম্প্রতি সিঙ্গাপুরের প্যান প্যাসিফিক হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে এ পুরস্কার ঘোষণা করা হয়।


কমনওয়েলথ পার্টনারশিপ সামিট অ্যান্ড বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ডে পুরস্কার প্রদান করে।


উল্লেখ্য, কমনওয়েলথভুক্ত দেশগুলোর ব্যবসার মান উন্নয়নে বিভিন্ন তথ্য উপাত্তের ভিত্তিতে অভিজ্ঞ জুরি বোর্ডের মাধ্যমে আর্থিক খাতের সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন স্বনামধন্য কোম্পানি ও অন্যান্য খাতের সঙ্গে সম্পৃক্ত প্রতিষ্ঠানগুলোকে কমনওয়েলথ বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান করা হয়।


জেবি/এসবি