নাটোরে দুই বাসে আগুন
জেলা প্রতিনিধি
প্রকাশ: ১২:২৭ পিএম, ৪ঠা ডিসেম্বর ২০২৩

নাটোরের হরিশপুর এলাকায় দাঁড়িয়ে থাকা দুই বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে ফায়ার সার্ভিসের কর্মীরা।
রবিবার (৩ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে শহরের হরিশপুর এলাকার এই ঘটনা ঘটে।
পুলিশ জানায়, রাত সাড়ে ১০টার দিকে শহরের হরিশপুর এলাকার ভিআইপি হোটেলের কাছে দাঁড়িয়ে থাকা সামিজনি ও রাজকীয় নামে দুইটি যাত্রীবাহি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
এ সময় স্থানীয়রা আগুন দেখতে পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। বাসের ভেতরের অংশ আগুনে পুড়ে যায়।
নাটোর-১ আসনের সংসদ সদস্য মো. শফিকুল ইসলাম শিমুল বলেন, এ ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের সিসি ক্যামেরার মাধ্যমে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিম আহমেদ বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়। ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে এনেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তকরণের চেষ্টা চলছে।
আরএক্স/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

২১৪ বছরেও স্কুলে নেই নতুনত্বের ছোঁয়া, ছাদ থেকে খসে পড়ছে কংক্রিট

জয়পুরহাটে মাদ্রাসায় নিয়োগে জালিয়াতি: ৯ লাখ ১৪ হাজার ১৫০ টাকা বেতন–ভাতা ফেরতের নির্দেশ

মান্দায় ভিমরুলের কামড়ে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

এবার রাজশাহীর মাইজভান্ডারী দরবারে হামলা-ভাঙচুর বিক্ষুব্ধ জনতার
