রাজধানীতে বিজয় র‍্যালির অনুমতি পেল বিএনপি


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০২:০৫ পিএম, ১৬ই ডিসেম্বর ২০২৩


রাজধানীতে বিজয় র‍্যালির অনুমতি পেল বিএনপি
ফাইল ছবি

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীতে বিজয় র‌্যালি করার অনুমতি পেয়েছে বিএনপি।


শুক্রবার (১৫ ডিসেম্বর) রাতে মতিঝিল জোনের ডিসি মো. আহাদ মৌখিক অনুমতির বিষয়টি বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরীকে জানিয়েছেন। 


আরও পড়ুন: একটা ভিশন নিয়ে দেশ এগিয়ে যাচ্ছে: কাদের


শনিবার  (১৬ ডিসেম্বর) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন বিএনপি সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু। তিনি বলেন, সকালে মহান বিজয় দিবসে বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে যাবেন বিএনপি নেতারা। সেখান থেকে ফিরে বিজয় র‌্যালিতে অংশ নেবেন তারা। 


আরও পড়ুন: নির্বাচনের ফল লেখা হয়ে গেছে, ঘোষণা ৭ জানুয়ারি বললেন মঈন খান


এদিন দুপুর একটায় নয়াপল্টন কার্যালয়ের সামনে থেকে বিজয় র‌্যালি শুরু হয়ে মগবাজারে গিয়ে শেষ হবে।


জেবি/এসবি