নির্বাচনের ফল লেখা হয়ে গেছে, ঘোষণা ৭ জানুয়ারি বললেন মঈন খান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৪২ অপরাহ্ন, ১৬ই ডিসেম্বর ২০২৩
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, আসন্ন সংসদ নির্বাচনের ফলাফল লেখা হয়ে গেছে, ৭ জানুয়ারি শুধু ঘোষণা হবে।
শনিবার (১৬ ডিসেম্বর) সকালে বিজয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে গিয়ে গণমাধ্যমকর্মীদের এ কথা বলেন তিনি।
বিএনপির এই নেতা বলেন, “নির্বাচনের নামে সিট ভাগাভাগি চলছে। ধোঁকাবাজি করে সরকার ক্ষমতায় টিকতে পারবে না। আন্দোলনেই সরকারের পতন ঘটানো হবে।”
তিনি আরও বলেন, কোটি কোটি মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে দেশের গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছে আওয়ামী লীগ। সরকার দেশের মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। তারা নির্বাচনের নামে তামাশা শুরু করেছে।
মঈন খান বলেন, “লগি-বৈঠার রাজনীতি বিএনপি করে না। গণতান্ত্রিক উপায়েই বিএনপি রাজপথে ছিল এবং থাকবে।”
আরও পড়ুন: জাতীয় স্মৃতিসৌধে বিএনপির শ্রদ্ধা
এ সময় দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান বলেন, “দেশে এখন নির্বাচন নির্বাচন খেলা চলছে। নির্বাচনের নামে যে খেলা চলছে, তার ফল ঢাকায় বসে লেখা হচ্ছে।”
আরও পড়ুন: বিএনপির শাখা হয়ে গেছে টিআইবি : ওবায়দুল কাদের
জনগণকে এ নির্বাচনী খেলা প্রত্যাখান করার আহ্বান জানিয়ে তিনি বলেন, “যারা নির্বাচনের সঙ্গে জড়িত তাদের বলবো সরে আসুন। গণতন্ত্র ফেরাতে লড়াই করে যাবে বিএনপি।”
জেবি/এসবি