নওগাঁয় নৌকার প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগ
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৩:২১ পিএম, ২৫শে ডিসেম্বর ২০২৩

নওগাঁ-৫ আসনের নৌকার প্রার্থী ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিলের নির্বাচনী ক্যাম্পে ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
রবিবার (২৪ ডিসেম্বর) দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান জানান, শহরের কালিতলা এলাকায় চেম্বার অব কমার্সের ঠিক পাশেই নৌকার প্রার্থী নিজাম উদ্দিন জলিলের নির্বাচনী ক্যাম্প করা হয়েছিল। রাতে (দূবির্ত্তরা) কে বা কারা নৌকার জোয়ার দেখে হঠাৎ সেখানে আগুন ধরিয়ে দেয়।
আরও পড়ুন: কারাগারে অসুস্থ হয়ে মারা গেলেন বিএনপি নেতা
এতে ওই ক্যাম্পের ব্যানার ও পোস্টার পুড়ে যায়। ভাঙচুর করা হয় বেশ কয়েকটি চেয়ার-টেবিল।
ওসি আরও জানান, লিখিত অভিযোগ পেলে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। নিজাম উদ্দিন জনের সমর্থকদের দাবি, ক্যাম্পের পাশের লোকজনদের ভয় দেখাতেই এমন ঘটনা ঘটিয়েছে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর লোকজন।
আরএক্স/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

২১৪ বছরেও স্কুলে নেই নতুনত্বের ছোঁয়া, ছাদ থেকে খসে পড়ছে কংক্রিট

জয়পুরহাটে মাদ্রাসায় নিয়োগে জালিয়াতি: ৯ লাখ ১৪ হাজার ১৫০ টাকা বেতন–ভাতা ফেরতের নির্দেশ

মান্দায় ভিমরুলের কামড়ে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

এবার রাজশাহীর মাইজভান্ডারী দরবারে হামলা-ভাঙচুর বিক্ষুব্ধ জনতার
