‘অবশিষ্ট বাকস্বাধীনতা কেড়ে নিতে নতুন নীতিমালা করছে সরকার’
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৫ পিএম, ২২শে সেপ্টেম্বর ২০২২

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন করেছেন, ডিজিটাল সিকিউরিট অ্যাক্টের মাধ্যমে দেশের মানুষের ও গণমাধ্যমের বাকস্বাধীনতা কেড়ে নেয়া হয়েছিলো; এখন অবশিষ্টটুকু কেড়ে নিতে নতুন নীতিমালা করছে সরকার।
শনিবার (১২ মার্চ) সকালে বিএনপি গুলশান কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে এ অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, ‘নতুন নীতিমালা কার্যকর হলে দেশি-বিদেশি অনলাইনগুলোও মত প্রকাশের স্বাধীনতাও খর্ব হবে। আওয়ামী লীগ তার অপকর্ম আড়াল করতে এমন উদ্যোগ নিয়েছে বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব।’
ফখরুল বলেন, ‘সরকারের করা এসব নীতিমালা সংবিধানের সাথে সাংঘর্ষিক ও মানবাধিকারের স্পষ্ট লঙ্ঘন। এই আইন ডিজিটাল নিরাপত্তা আইনের থেকেও খারাপ বলে উল্লেখ করেন তিনি।’
ডিজিটাল নিরাপত্তা আইনকে আরও পাকাপোক্ত করতে নতুন নীতিমালা করার উদ্যোগ নিচ্ছে সরকার। এ অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন বিটিআরসি ও তথ্য মন্ত্রণালয়ের মাধ্যমে এসব নীতিমালা করা হচ্ছে।
এসএ/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

তুমিও জানো আমিও জানি, সাদিক কায়েম বাংলাদেশি: শাহবাগে শিবিরের স্লোগান

ঢাবি শিক্ষার্থীরা মুক্ত পরিবেশে নেতৃত্ব বেছে নিয়েছে: শিবির সভাপতি

ডাকসু নির্বাচনে বিজয় পেলেও মিছিল নয়, শান্ত থাকার নির্দেশ জামায়াতের

প্রাথমিকে সঙ্গীতের ওপর গুরুত্ব আরোপ জাতির ভবিষ্যতের জন্য হুমকি
