ইবিএল- ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল চুক্তি


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১:৫৯ এএম, ২৮শে ডিসেম্বর ২০২৩


ইবিএল- ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল চুক্তি
ইবিএল- ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল চুক্তি।

ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল এন্ড সুপার স্পেশালিটি সেন্টারের আউট পেশেন্ট ডিপার্টমেন্ট এবং ইনপেশেন্ট ডিপার্টমেন্ট সেবায় ২০ শতাংশ পর্যন্ত মূল্যছাড় পাবেন ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) নারী গ্রাহকরা। 


আরও পড়ুন: ন্যাশনাল ব্যাংকের ৫৪তম উপশাখার উদ্বোধন


সম্প্রতি ঢাকায় এতদ্বসংক্রান্ত একটি চুক্তিতে স্বাক্ষর করেন ইবিএল হেড অফ বিজনেস সৈয়দ জুলকার নেয়েন এবং ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল এন্ড সুপার স্পেশালিটি সেন্টারের হেড অফ বিজনেস মোহাম্মদ মেশকাতুল মনোয়ার। 


ইবিএল হেড অফ লায়াবিলিটি এন্ড ওয়েলথ ম্যানেজমেন্ট শারমিন আতিক, হেড অফ প্রায়োরিটি এন্ড উইমেন ব্যাংকিং তানজেরি হক, ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল এন্ড সুপার স্পেশালিটি সেন্টারের ডেপুটি ম্যানেজের- কর্পোরেট মার্কেটিং মোহাম্মদ আল- হাসিব এ সময় উপস্থিত ছিলেন।


আরএক্স/