একটি রাজনৈতিক গোষ্ঠী দেশে কৃত্রিম সংকট তৈরির অপচেষ্টা চালাচ্ছে: বাহাউদ্দিন নাছিম
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৫ পিএম, ২২শে সেপ্টেম্বর ২০২২

একশ্রেণির অসাধু ব্যবসায়ী, স্বার্থান্বেষী মহল ও রাজনৈতিক গোষ্ঠী যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে না, বাংলাদেশকে সাম্প্রদায়িক দেশ বানাতে চায় সেই অপশক্তি কৃত্রিম সংকট তৈরি করার জন্য দেশের ভেতরে-বাইরে অপচেষ্টা চালাচ্ছে।
শনিবার (১২ মার্চ) আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে তৃণমূলের নেতাদের সঙ্গে বরিশাল বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতাদের ভার্চুয়াল সভার শুরুতে সাংবাদিকদের আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম এসব কথা বলেন।
বাহাউদ্দিন নাছিম বলেন, ‘রমজান মাস খুব কাছেই। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও গত কয়েক বছর করোনা সংক্রমণ থাকার কারণে আন্তর্জাতিক বাজারসহ আমাদের দেশেও দ্রব্যের মূল্যবৃদ্ধি হয়েছে। একটি রাজনৈতিক গোষ্ঠী একশ্রেণির মুনাফাখোর, সুবিধাবাদী ব্যবসায়ীদের বিভিন্নভাবে উস্কে দিচ্ছে। মানুষের দুঃখ, কষ্ট যেন বৃদ্ধি পায় সেজন্য তারা নানাভাবে ষড়যন্ত্র করছে।’
তিনি বলেন, ‘সরকার বাজার মনিটরিংয়ে নিয়মিত কাজ করছে। সরকারের পক্ষ থেকে দৃঢ় পদক্ষেপ নেওয়া হচ্ছে। বাজার ঘুরে দাঁড়াচ্ছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা করোনায় মানুষের পাশে দাঁড়িয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দলের নেতাকর্মীদেরও বাজার পর্যবেক্ষণ করার কথা বলা হয়েছে। কোথাও কোনো অনিয়ম হলে আইন-শৃঙ্খলা বাহিনীকে জানানোর জন্য নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে। তারা কাজ করছেন।’
‘এসব অপশক্তি দেশের সম্প্রীতিকে ধ্বংস করে, তারা সাম্প্রদায়িক রাজনীতি করে বাংলাদেশকে স্থিতিশীলতা নষ্ট করতে চায়, যারা গণতন্ত্রকে ধ্বংস করতে চায় আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের মোকাবিলা করতে সক্ষম।’
নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আপনারা তৃণমূল আওয়ামী লীগের শক্তি। আওয়ামী লীগকে সঠিক ধারার মধ্য দিয়ে সংগঠিত করে আরও জোরদার করতে হবে। তৃণমূল নেতাকর্মীরা যদি মাঠে নেমে কাজ করে দল অবশ্যই শক্তিশালী হবে।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য আবুল হাসনাত আব্দুল্লাহ। ভার্চুয়ালি যুক্ত হয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য তোফায়েল আহমেদ ও আমির হোসেন আমু। সভায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ, নির্বাহী পরিষদ সদস্য গোলাম কবীর রাব্বানী চিনু ও আনিসুর রহমান উপস্থিত ছিলেন।
এছাড়া সভায় বরিশাল বিভাগের অন্তর্গত জেলাসমূহের আওয়ামী লীগ সভাপতি-সাধারণ সম্পাদক, জেলা পরিষদের চেয়ারম্যান, দলীয় নির্বাচিত সংসদ সদস্য, উপজেলার আওয়ামী লীগ সভাপতি, সাধারণ সম্পাদক, ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক ও ইউনিয়নের দলীয় প্রতীকে নির্বাচিত চেয়ারম্যানরা ভার্চুয়ালি যুক্ত ছিলেন।
এসএ/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

তুমিও জানো আমিও জানি, সাদিক কায়েম বাংলাদেশি: শাহবাগে শিবিরের স্লোগান

ঢাবি শিক্ষার্থীরা মুক্ত পরিবেশে নেতৃত্ব বেছে নিয়েছে: শিবির সভাপতি

ডাকসু নির্বাচনে বিজয় পেলেও মিছিল নয়, শান্ত থাকার নির্দেশ জামায়াতের

প্রাথমিকে সঙ্গীতের ওপর গুরুত্ব আরোপ জাতির ভবিষ্যতের জন্য হুমকি
