ভাষার মাস উপলক্ষে নোবিপ্রবিতে ‘ভাষা পদযাত্রা’
ক্যাম্পাস প্রতিনিধি
প্রকাশ: ০২:২৬ পিএম, ২রা ফেব্রুয়ারি ২০২৪

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) বাংলা বিভাগের আয়োজনে ভাষা-পদযাত্রা এবং ভাষা-বিষয়ক সেমিনার-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) ভাষা আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এই আয়োজন করা হয়।
আরও পড়ুন: দেশের পাবলিক বিশ্ববিদ্যালয় র্যাংকিংয়ে শীর্ষ দশে নোবিপ্রবি
ভাষা-পদযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন, মেডিকেল সেন্টার, লাইব্রেরি ভবন হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়। এরপর দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-৩ এর দ্বিতীয় তলায় ভাষা-বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান ও সামাজিক ও মানবিক অনুষদের ডিন ড. চন্দন আনোয়ার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাখাওয়াৎ আনসারী, নোবিপ্রবি নীল দলের সভাপতি ড. মাসুদ রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মুহাইমিনুল ইসলাম সেলিম, নোবিপ্রবির বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ও সহকারী প্রক্টর সাহানা রহমানসহ বাংলা বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।
আরও পড়ুন: ডি-নথি যুগে নোবিপ্রবি
অধ্যাপক ড. সাখাওয়াৎ আনসারী বলেন, “১৯৫২ সালের মহান ভাষা আন্দোলন বিশ্বের প্রতিটি মানুষকে তাদের মাতৃভাষায় কথা বলার অধিকার স্মরণ করিয়ে দেয়। "ভাষা পদযাত্রা" হচ্ছে ভাষার পথে হাটা। আমরা যারা ভাষার পথে হাঁটি না, তাদের উচিত ভাষার পথে হাঁটা।”
অধ্যাপক ড. চন্দন আনোয়ার বলেন, "চর্যাপদের সময় থেকে ভাষার জন্য লড়াই করে করতে হয়েছে। বাংলা ভাষার অধিকার প্রতিষ্ঠার জন্য ১৯৫২ সালে আন্দোলন করেছি। এই 'ভাষা পদযাত্রা' বিশ্ববিদ্যালয়ের একটি ঐতিহ্য। বাংলা বিভাগ প্রতিষ্ঠার পর থেকেই এই পদযাত্রা করে আসছি। পদযাত্রায় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা,ভালোবাসা তুলে ধরার চেষ্টা করি।”
আরএক্স/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

অবৈধ দখলমুক্ত জবি এলাকা: পুলিশি অভিযানে জবি ছাত্রদলের সহযোগিতা

জাকসু নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলল বামপন্থি প্যানেল

৩৩ বছর পর জাকসুতে ভোটগ্রহণ, এখন অপেক্ষা ফলাফলের

জাকসু নির্বাচন বর্জন করে কেন্দ্র ত্যাগ করলেন জাতীয়তাবাদী শিক্ষকেরা
