দেশের পাবলিক বিশ্ববিদ্যালয় র‍্যাংকিংয়ে শীর্ষ দশে নোবিপ্রবি


Janobani

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশ: ১১:৫১ পূর্বাহ্ন, ১লা ফেব্রুয়ারি ২০২৪


দেশের পাবলিক বিশ্ববিদ্যালয় র‍্যাংকিংয়ে শীর্ষ দশে নোবিপ্রবি
ফাইল ছবি।

কাউছার আহমেদ, নোবিপ্রবি প্রতিনিধি: উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে স্পেনের মাদ্রিদভিত্তিক শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান ওয়েবমেট্রিক্স জরিপে দেশের শীর্ষ ১০টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে দশম স্থানে রয়েছে উপকূলের বিদ্যাপীঠ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(নোবিপ্রবি)। এছাড়াও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গুলোর মধ্যে দ্বিতীয় স্থানে অবস্থান করছে উপকূলের এ শ্রেষ্ঠ বিদ্যাপিঠ। 


বুধবার (৩১ জানুয়ারি) ওয়েবম্যাট্রিক্সের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত ২০২৪ সালের প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। 


আরও পড়ুন: ডি-নথি যুগে নোবিপ্রবি


তালিকায় দেশসেরা শীর্ষ ১০ পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম অবস্থানে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়,দ্বিতীয়  অবস্থানে রয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, তৃতীয় স্থানে রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, চতুর্থ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পঞ্চম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ৬ষ্ঠ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, সপ্তম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, অষ্টম রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়, নবম স্থানে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও দশম খুলনা বিশ্ববিদ্যালয়


বিশ্ববিদ্যালয়ের এ অর্জন সম্পর্কে জানতে চাইলে,  কোষাধ্যক্ষ অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর বলেন, আমাদের ছোট খাটো যে সমস্যা গুলো রয়েছে সেগুলো সমাধান করে আমরা সামনে আরো ভালো কিছু করবো।আজকের এই অর্জনে আমরা পুরো বিশ্ববিদ্যালয় পরিবার খুশী।সবার ঐকান্তিক প্রচেষ্টায় এ অর্জন সম্ভব হয়েছে।


আরও পড়ুন: নোবিপ্রবিতে ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত


নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. দিদার-উল-আলম বলেন, নোবিপ্রবি পরিবারের সকলের সহযোগীতা ও পরিশ্রমের ফলে বিশ্ববিদ্যালয় এগিয়ে যাচ্ছে। নোবিপ্রবিকে সামনের দিকে এগিয়ে নিতে যারা নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। সামনে নোবিপ্রবি আরোও ভালো কিছু করবে ইনশাআল্লাহ।


উল্লেখ্য, ওয়েবমেট্রিক্স এর ওয়েবসাইট অনুযায়ী র‌্যাংকিং তৈরিতে শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইটের তথ্যের পাশাপাশি তাদের গবেষক এবং প্রবন্ধ বিবেচনায় নেয়া হয়। ২০০৪ সাল থেকে ওয়েবমেট্রিক্স নিয়মিত বিশ্ববিদ্যালয়ের র‌্যাংকিং প্রকাশ করে আসছে। প্রতি বছর জানুয়ারি ও জুলাই মাসে তারা এ র‌্যাংকিং প্রকাশ করে।


আরএক্স/