Logo

বিশ্বের বৃহত্তম পরিবেশ পুরস্কার পেল ফ্রেন্ডশিপ

profile picture
বিশেষ প্রতিবেদক
৬ নভেম্বর, ২০২৫, ১৬:৪২
22Shares
বিশ্বের বৃহত্তম পরিবেশ পুরস্কার পেল ফ্রেন্ডশিপ
ছবি: সংগৃহীত

বিশ্বের বৃহত্তম পরিবেশ পুরষ্কার ‘দি আর্থশট প্রাইজ ২০২৫’ বিজয়ী হয়েছে বাংলাদেশের সামাজিক উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপ (এনজিও)।

বিজ্ঞাপন

ফিক্স আওয়ার ক্লাইমেট ক্যাটাগরিতে ম্যানগ্রোভ প্রকল্পের জন্য এই পুরস্কার অর্জন করে প্রতিষ্ঠানটি। বৃহস্পতিবার (৬ নভেম্বর) ব্রাজিলের রাজধানী রিও ডি জেনিরোতে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে পুরস্কার প্রদান করা হয়। ফ্রেন্ডশিপ পুরস্কারের অর্থমূল্য হিসেবে ১০ লাখ পাউন্ড অনুদান পাবে।

যুক্তরাজ্যের প্রিন্স উইলিয়ামের পক্ষ থেকে এই পুরস্কারপ্রদান করা হয়। ফ্রেন্ডশিপের পক্ষে পুরস্কার গ্রহণ করেন প্রতিষ্ঠাতা রুনা খান।

প্রিন্স উইলিয়াম বলেন, ‘২০২০ সালে দি আর্থশট প্রাইজ প্রতিষ্ঠা করার সময় আমাদের লক্ষ্য ছিল আগামী দশ বছরকে এমন এক দশকে পরিণত করা, যখন আমরা পৃথিবীকে আরও ভালো কিছুর দিকে রূপান্তরিত করব। এই মিশনকে এগিয়ে নিয়েছে সেই অসাধারণ আশাবাদ, যা আমরা বিজয়ীদের মধ্যেও অনুভব করেছি। তাদের কাজ প্রমাণ করে যে, অগ্রগতি সম্ভব আর তারাই আসলে বিশ্বের সত্যিকারের ‘অ্যাকশন হিরো’।

বিজ্ঞাপন

পুরস্কার গ্রহণ করে ফ্রেন্ডশিপের প্রতিষ্ঠাতা রুনা খান বলেন, ‘দ্য আর্থশট প্রাইজ প্রাপ্তি আমাদের জন্য এক বিরাট সম্মান। এই স্বীকৃতি বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর দৃঢ়তা ও উদ্ভাবনকে তুলে ধরে। এই অর্জন সবার, বিশেষ করে জলবায়ু ক্ষতিগ্রস্থ জনগোষ্ঠী এবং যাদের সঙ্গে এবং যাদের জন্য আমরা কাজ করি। এই পুরস্কার আমাদের অঙ্গীকার ও দায়িত্বকে আরও শক্তিশালী করেছে এবং আমরা আগামীতে আরও নিবেদিতভাবে কাজ চালিয়ে যাব।

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD