Logo

কেমন যাবে ২০২৬ সাল

profile picture
জনবাণী ডেস্ক
৩০ ডিসেম্বর, ২০২৫, ১৭:১৩
30Shares
কেমন যাবে ২০২৬ সাল
ছবি: সংগৃহীত

জেনে নিন কেমন হতে পারে আপনার নতুন বছর। দেখে নিন রাশিফল।

বিজ্ঞাপন

মেষ : মেষ রাশির জাতক-জাতিকারা আগুন-তত্ত্বের সন্তান। উদ্যম, সাহস, নেতৃত্ব আপনার স্বভাবের মূল শক্তি। চলতি মাস আপনাকে যেমন নতুন সুযোগ এনে দেবে, তেমনি কিছু সতর্কবার্তাও দেবে। আগুন যদি নিয়ন্ত্রণে থাকে তবে আলো দেয়, আর নিয়ন্ত্রণহীন হলে পোড়ায়। ঠিক তেমনি আপনার রাগ নিয়ন্ত্রণে রাখলে পরিবারে আলো আর উষ্ণতাই বাড়বে। সঙ্গীর সৌভাগ্য আপনার কর্মে উন্নতি এনে দিতে পারে। মাঝে মাঝে মনে হতে পারে আপনি কোনও দায়িত্বের বন্ধনে আটকে যাচ্ছেন বা স্বাধীনতা কমে যাচ্ছে। এটা মেষ রাশির স্বাভাবিক বৈশিষ্ট্য। কিন্তু এ বছর সেই ভয় কাটিয়ে উঠতে পারবেন। অর্থক্ষতির সম্ভাবনা আছে; বিশেষত হঠাৎ খরচ বা ভুল সিদ্ধান্তে। কারো কথায় অতিরিক্ত টাকা বিনিয়োগ করবেন না। লোভনীয় অফার মানেই লাভ-এটা ভেবে ঝাঁপ দেবেন না। পুরোনো ঋণ থাকলে এই বছর সেটি শোধ করার সময়। কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ, নতুন দায়িত্ব, নতুন প্রজেক্ট বা পদোন্নতির সম্ভাবনা আছে। নতুন বছর আপনার জন্য হোক অর্জনের, ভালোবাসার এবং আলোর বছর।

বৃষ : নীল ভোরের মতো শান্ত আপনি। মাটি নরম হলেই বীজ গজায়, ঝড় এলেই গাছ তার শিকড় শক্ত করে। আপনিও তেমনই। পরীক্ষায় শক্ত হওয়ার সময় এসেছে। চলতি মাসে কখনো কখনো মনে হবে সময় আপনাকে আটকে দিচ্ছে। দায়িত্ব, সম্পর্ক, প্রতিশ্রুতি যেন শিকলের শব্দ তোলে। কিন্তু মনে রাখবেন, শিকল নয় এগুলো আপনার জীবনের পথচলার অংশ, আর আপনি চাইলে এগুলোকেই সিঁড়ি বানিয়ে উপরে উঠতে পারেন। নতুন বছরের শুরুতে কিছু অপ্রত্যাশিত খরচ হৃদয় কাঁপাতে পারে। কিন্তু অর্থ তো নদীর জলের মতো। আজ নেমে গেলে কালই আবার ভরে ওঠে। নিজের পরিকল্পনা আঁটসাঁট করুন, হঠাৎ সিদ্ধান্ত এড়িয়ে চলুন। জয়তু বৃষ রাশি।

মিথুন : নতুন বছরের দোরগোড়ায় দাঁড়িয়ে, মিথুন রাশির আকাশে যেন হাওয়ার মতো একটা পরিবর্তনের ইশারা ভেসে আসছে-নরম, কিন্তু গভীর। এই মাসে বন্ধনভয়ের ছায়া এক-এক মুহূর্তে আপনার মনে মাথা তুলতে পারে- যেন অচেনা কোনো বাঁধন আপনাকে থামিয়ে দিতে চায়। কিন্তু আপনি তো বুধের জাতক। প্রিয় মিথুন, আপনি জানেন, বাতাসকে বেঁধে রাখা যায় না। তাই এই ভয় কেবল আপনাকে আরো সজাগ, আরও পরিণত করে তুলবে। আকারে-ইঙ্গিতে বুঝতে পারবেন-এটা থামিয়ে রাখার নয়, এগিয়ে যাওয়ার ইঙ্গিত। আপনার সম্মান এই মাসে ধীরে ধীরে উঁচুতে উঠবে-কারোর প্রশংসা নয়, নিজের যোগ্যতার আলোতেই। কখনো ছোট ছোট আনন্দ, কখনো আবার বড় কোনো স্বস্তির নিঃশ্বাস-সব মিলিয়ে মাসটা আপনাকে উজ্জ্বল রাখবে। মনে রাখবেন- ইশারায় ইশারায় ভাগ্য এই মাসে বলছে, আত্মবিশ্বাস রাখুন, আপনি পারবেন। নতুন বছরের জন্য রইল শুভেচ্ছা।

বিজ্ঞাপন

কর্কট : নতুন বছরের শুভেচ্ছা রইল। এই বছরটায় যেন আপনার জীবনটা ধীরে ধীরে আলো জ্বেলে ওঠা প্রদীপের মত উজ্জ্বল হয়ে উঠুক। এই মাসে কর্কট রাশির জন্য আসছে সম্মান, শান্তি আর নরম আলোয় মোড়া সুখ। সবকিছুই হবে আকারে-ইঙ্গিতে, যেন হঠাৎ করে কেউ কাঁধে হাত রেখে বলছে, তুমি ঠিক পথেই আছো। আপনার কিছু পুরোনো কাজ, যেগুলো আপনি চুপচাপ করে গেছেন তা এবার সামনে এসে প্রশংসা কুড়িয়ে আনবে। কাজের জায়গায় হোক বা পরিবারের মাঝে আপনার মতামত গুরুত্ব পাবে। নতুন কাজ হাতে নিতে পারেন। হঠাৎ করে বড় বিনিয়োগ না করাই ভালো। সিদ্ধান্ত নিন শান্ত মাথায়। নতুন বছর আপনাকে দিক- শান্তি, সম্মান, সুখ আর নিজের ওপর আরও বেশি আস্থা। আলো, অনুপ্রেরণা আর শুভ শক্তিতে ভরপুর একটি বছর কাটুক আপনার।

সিংহ : নতুন বছরের প্রথম জ্যোতিতে আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা। বছরটি শুরু হোক আপনাদের সিংহ-সম সৌর জ্যোতি নিয়ে যেখানে প্রতিটি সমস্যার মধ্যেও লুকিয়ে আছে জয়ের সুর। গাছ যত উঁচু হয়, বাতাসও তত বেশি লাগে। রাজা মাঝে মাঝে প্রজার ক্ষুদ্র কথায় আহত হন, আপনিও এই মাসে কারও কথায় বা ব্যবহারে সামান্য অপমানবোধ পেতে পারেন। এই অপমানই আপনাকে আরও দৃঢ়, আরও সচেতন করে তুলবে। মাসের শেষে অথবা মাঝামাঝি থেকেই সুখের বার্তা একে একে আসবে। কাজে স্বীকৃতি, পরিবারে হাসি, মনে আত্মবিশ্বাস; সব মিলিয়ে সিংহের কেশরের মতো উজ্জ্বল হবে আপনার দিন। অপমানকে করুন শক্তির খাদ্য। ভয়কে রাখুন পথ-সতর্কতার সাথী। সুখকে করুন আত্মবিশ্বাসের আলো।

কন্যা : নতুন বছরের পবিত্র প্রভাতে কন্যা রাশির জীবনে শুরু হচ্ছে এক গভীর রূপান্তরের অধ্যায়। বুধের প্রভাবে এই সময় আপনার চিন্তা আরও সূক্ষ্ম, বিচারবোধ আরও তীক্ষ্ণ হবে। যা কিছু ঘটবে, তার সবই হবে আপনার আত্মোন্নতির জন্য। চোখে না পড়লেও ভাগ্যের খাতায় তা লেখা থাকবে স্পষ্ট অক্ষরে। এই মাসে বুধ ও শনির প্রভাব একসঙ্গে কাজ করবে। বুধ দেবে বুদ্ধি ও বিশ্লেষণ ক্ষমতা, শনির দৃষ্টি দেবে পরীক্ষা ও ধৈর্যের পাঠ। ফলে কিছু বিলম্ব, কিছু কঠিন মুহূর্ত এলেও শেষ পর্যন্ত ফল হবে স্থায়ী ও সম্মানজনক। নীরব থেকে নিজের কর্মে অটল থাকলে এই অপমানই পরবর্তীতে সম্মানে রূপ নেবে। দীর্ঘদিনের ভয়, দুশ্চিন্তা বা মানসিক ক্লান্তি এই মাসে ধীরে ধীরে ঝরে যাবে। বুধের শুভ প্রভাবে এই মাসে মনের শান্তি ও বুদ্ধিবৃত্তিক তৃপ্তি আসবে। ছোট সাফল্য, পারিবারিক সৌহার্দ্য বা নিজের সিদ্ধান্তে আত্মতৃপ্তি এই সব মিলেই আসবে স্থায়ী সুখ। এই মাস কন্যা রাশির জন্য কর্মে নীরবতা, ভবিষ্যতে উন্নতির প্রতীক। যে ধৈর্য ধরবে, সেই দীর্ঘমেয়াদে জয়ী হবে। ভাগ্য হোক সহায়, পথ হোক আলোকিত। শুভ নববর্ষ।

বিজ্ঞাপন

তুলা : নতুন বছরের প্রথম প্রভাতে তুলা রাশির জীবনে উঠে আসছে তুলাদণ্ডের প্রতীক; এক পাশে অভিজ্ঞতার ভার, অন্য পাশে সম্ভাবনার আলো। এই মাসে জীবন আপনাকে শেখাবে কীভাবে ভারসাম্য রক্ষা করতে হয়, কারণ তুলা রাশির আসল শক্তি লুকিয়ে আছে সমতায়। এই মাস পরীক্ষা নয়, পরিমাপের সময়। শুক্রের প্রভাবে মন হবে সংবেদনশীল, আর শনির দৃষ্টিতে আসবে বাস্তবতার পাঠ। পুরনো ‘আমি’ এর মৃত্যু ঘটবে, জন্ম নেবে আরও সচেতন এক ‘আমি’। তুলাদণ্ডে দুঃখের পাল্লা সাময়িক ভারী হবে, যাতে আপনি বুঝতে পারেন কোনটা রাখা দরকার, কোনটা ছেড়ে দেওয়া উচিত। লাভ আসবে সরাসরি নয় বরং ক্ষতির আড়াল থেকে। যা হারাবেন, তা ভবিষ্যতের পথে বোঝা ছিল। যা পাবেন, তা হবে স্থায়ী। কর্মসূত্রে বা জীবনের প্রয়োজনে দূরে যাওয়ার যোগ আছে। যেখানে ভারসাম্য রাখবেন, সেখানেই ভাগ্য আপনার পক্ষে ঝুঁকবে। নতুন বছর আপনার জীবনে আনুক সমতা, সুবিচার আর স্থায়ী সাফল্য। শুভ নববর্ষ।

বৃশ্চিক : নতুন বছরের প্রথম সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বৃশ্চিক রাশির জীবনে শুরু হচ্ছে এক শক্তিশালী অধ্যায়। মঙ্গল-শাসিত এই রাশির জাতকরা এই মাসে ভেতর থেকে জেগে উঠবে-সাহস, সিদ্ধান্ত ও পুনর্জাগরণের শক্তি নিয়ে। জ্যোতিষ মতে, এই সময়ে যা কিছু ঘটবে তা প্রথমে পরীক্ষা মনে হলেও, শেষ পর্যন্ত তা লাভের দিকেই ঝুঁকবে। মঙ্গলের সক্রিয় প্রভাবের সঙ্গে বৃহস্পতির শুভ দৃষ্টি যুক্ত হওয়ায় এই মাসে কর্মফল দ্রুত আসবে। যেখানে সাময়িক ক্ষতি বা ত্যাগ দেখা দেবে, সেখানেই লুকিয়ে থাকবে ভবিষ্যতের বড় লাভ। কাজ, ব্যবসা বা শিক্ষার কারণে নিজের চেনা গণ্ডির বাইরে যেতে হতে পারে। এই দূরত্ব আপনাকে মানসিকভাবে শক্ত করবে এবং নতুন সম্ভাবনার দরজা খুলে দেবে। এই মাসে হঠাৎ বড় লাভ নয়, বরং ধীরে ধীরে স্থিতিশীল আয় বৃদ্ধি হবে। অর্থ আসবে শ্রমের সঙ্গে সম্মান মিলিয়ে। শুভ নববর্ষ।

ধনু : নতুন বছরের প্রথম মাস ধনু রাশির জীবনে যেন খোলা আকাশের ডাক। গুরু-শাসিত এই রাশির জাতকরা স্বভাবতই স্বাধীনচেতা, আশাবাদী ও সত্যসন্ধানী। তাই চলতি মাসে আপনার জীবনও চলবে ঠিক তীরের মতো একবার লক্ষ্য ¯ি’র হলে, পিছনে ফেরার প্রশ্ন নেই। ধনু রাশি কখনো ছোট লাভে থামে না। কিছু জায়গায় ক্ষতি বা ত্যাগ চোখে পড়লেও, তার আড়ালেই লুকিয়ে আছে ভবিষ্যতের বড় লাভ। ভ্রমণ ধনু রাশির প্রাণ। কাজ, শিক্ষা বা আত্মঅন্বেষণের টানে দূরযাত্রার যোগ প্রবল। নতুন জায়গা, নতুন মানুষ, নতুন ভাবনার জন্ম দেবে। পরিশ্রম, জ্ঞান ও অভিজ্ঞতার মাধ্যমে অর্থ আসবে। বেতন বৃদ্ধি, নতুন আয়ের উৎস বা পুরনো বিনিয়োগ থেকে লাভ সবই সম্ভব। অর্থের ক্ষেত্রে গুরু ধীরে কিš‘ দৃঢ় ফল দেন। ধনু রাশি মানেই পথিক। যদি পথ বদলাতে হয়, বদলান; যদি দূরে যেতে হয়, যান। কারণ ভাগ্য অপেক্ষা করে থাকে সাহসীদের জন্যই। জয় হোক আপনার।

বিজ্ঞাপন

মকর : নতুন বছরের প্রথম মাস মকর রাশির জন্য যেন পাহাড়ের চূড়ায় ওঠার প্রথম ধাপ। শনি-শাসিত এই রাশির জাতকরা স্বভাবতই ধৈর্যশীল, পরিশ্রমী ও বাস্তববাদী। চলতি মাসে শনির দৃঢ় প্রভাবে কর্মফল ধীরে আসলেও নিশ্চিত। বৃহস্পতির শুভ দৃষ্টি যোগ হওয়ায় পরিশ্রমের ফল একাধিক ক্ষেত্রে প্রকাশ পাবে অর্থ, সুখ ও সম্মানের মাধ্যমে। মকর রাশি সাধারণত উদ্দেশ্যহীন ভ্রমণে বিশ্বাস করে না। চলতি মাসে আপনার ভ্রমণ যোগ পরিলক্ষিত। তবে তা হবে কাজ, দায়িত্ব বা ভবিষ্যৎ পরিকল্পনার জন্য। মকর রাশির অর্থ আসে ঘামে ভেজা হাতে। নতুন বছর আপনার জীবনে আনুক স্থিতি, সমৃদ্ধি ও দীর্ঘ স্থায়ী সুখ। যেন প্রতিটি পরিশ্রম ফুলে-ফলে ভরে ওঠে। শুভ নববর্ষ।

কুম্ভ : শনি ও রাহু-প্রভাবিত এই রাশির জাতকরা স্বভাবতই স্বাধীনচিন্তা, মানবপ্রেমী ও ভবিষ্যতমুখী। নতুন বছরের প্রথম মাস কুম্ভ রাশির জীবনে বইয়ে নতুন অধ্যায়ের মতো। এই সময়ে আপনার জীবনে আসবে নতুন ভাবনা, নতুন সম্পর্ক আর নতুন অভিজ্ঞতার ঢেউ। এই মাস কুম্ভ রাশির জন্য সুখের দরজা খুলে দেওয়ার সময়। শুভ গ্রহদৃষ্টির ফলে কুম্ভ রাশির একাদশ ও দ্বাদশ ভাব সক্রিয়। ফলে ভ্রমণ, সম্পর্ক ও মানসিক সুখ এই তিন ক্ষেত্রেই অগ্রগতি দেখা যাবে। যা কিছু ঘটবে, তা হবে ধীরে কিš‘ গভীরভাবে। এই মাসে দূরযাত্রা বা আকস্মিক ভ্রমণের যোগ আছে। কুম্ভ রাশির মতো স্বাধীনচেতা মন যখন সমমনা সঙ্গী পায়, তখনই জীবনে স্থির সুখ আসে। চলতি মাসে অবিবাহিতদের জীবনে মনমতো সঙ্গীর আগমন ঘটতে পারে। পারিবারিক শান্তি, বন্ধুদের সঙ্গে আনন্দ, নিজের কাজের স্বীকৃতি সব মিলিয়ে বহুসুখের যোগে মনে হবে জীবন শুধু দায়িত্ব নয়, আনন্দও। শুভ নববর্ষ।

মীন : গুরু শাসিত মীন রাশি স্বভাবতই কোমলহৃদয়, কল্পনাপ্রবণ ও সহানুভূতিশীল। নতুন বছরের প্রথম মাস মীন রাশির জীবনে যেন শান্ত জলের ওপর ভোরের আলো। এই সময়ে আপনার জীবনে সুখ আসবে জোরে নয় নীরবে, গভীরভাবে, হৃদয়ের ভেতর ছুঁয়ে। বৃহস্পতির শুভ প্রভাবে মীন রাশির সপ্তম ও চতুর্থ ভাব সক্রিয়। এর ফলে সম্পর্ক ও মানসিক শান্তির দিকটি উজ্জ্বল হবে। যা কিছু ঘটবে, তা হবে হৃদয়ের স্থায়ী সুখের জন্য। মীন রাশি ভালোবাসাকে বোঝে অনুভব দিয়ে। যেমন নদী সমুদ্রে গিয়ে শান্ত হয়, তেমনই মীন রাশির মন সঠিক সঙ্গ পেয়ে স্থিরতা খুঁজে পাবে। সুখ হবে নরম ও উষ্ণ। পারিবারিক ভালোবাসা, নিজের মনের মতো পরিবেশ বা প্রিয় মানুষের একটি ছোট যত্ন এই সব মিলেই আনন্দ দেবে। জীবন হোক কোমল, পথ হোক আলোকিত। শুভ নববর্ষ।

বিজ্ঞাপন

লেখক : লায়ন ড. শ্রীরাম আচার্য্য

মহাসচিব, বাংলাদেশ এষ্ট্রলজার্স সোসাইটি, কেন্দ্রীয় কমিটি, ঢাকা।

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD