ফিলিপাইনে তীব্র গরমে স্কুল বন্ধ


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২:৪২ পিএম, ৭ই এপ্রিল ২০২৪


ফিলিপাইনে তীব্র গরমে স্কুল বন্ধ
ফাইল ছবি

ফিলিপাইনের রাজধানী ম্যানিলাসহ দেশটির অধিকাংশ প্রদেশে প্রায় এক সপ্তাহ ধরে ৪২ থেকে ৪৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। এমন তীব্র দাপদাহে কারণে দেশটির স্কুলের নিয়মিত ক্লাস কার্যক্রম বন্ধের নির্দেশনা দিয়েছে ফিলিপাইনের কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয়।


এ সংক্রান্ত একটি নোটিশবৃহস্পতিবার (৪ এপ্রিল) দেশটির সব স্কুলে পাঠানো হয়।


নোটিশে বলা হয়েছে, “অসহনীয় গরম-তাপপ্রবাহ এড়াতে স্কুলগুলো তাদের নিয়মিত ক্লাস কার্যক্রম স্থগিত রাখতে পারবে। স্কুলগুলোর কর্তৃপক্ষকে সেই এখতিয়ার দেওয়া হলো।”


আরও পড়ুন: ৮ এপ্রিল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ


এদিন নোটিশ পাওয়ার পর ওই দিনই দেশজুড়ে ৪ হাজার ৭৬৯টি স্কুল বন্ধ ঘোষণা করা হয়। পরের দিন শুক্রবার বন্ধ করা হয় আরও ৫ হাজার ২৮৮টি স্কুল।


আরও পড়ুন: সোমবার সন্ধ্যায় ঈদের চাঁদ দেখতে সৌদির আহ্বান


এসব স্কুলের কর্তৃপক্ষ জানায়, তাপমাত্রা সহনীয় পর্যায়ে আসার আগপর্যন্ত আপতত অনলাইনে ক্লাস কার্যক্রম চলবে। বন্ধ হওয়া এসব স্কুলের মধ্যে রাজধানী ম্যানিলার ৩০০ স্কুলও রয়েছে।

সূত্র : এএফপি 


জেবি/এসবি