‘বরেন্দ্র এক্সপ্রেসের’ ২ বগি লাইনচ্যুত, ট্রেন যোগাযোগ বন্ধ
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৩:৩৭ পিএম, ৪ঠা জুন ২০২৪

নওগাঁ জেলার রাণীনগরে ‘বরেন্দ্র এক্সপ্রেস’ ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। এতে নীলফামারী ও দিনাজপুরের সঙ্গে ঢাকার রেলযোগাযোগ বন্ধ হয়ে গেছে।
মঙ্গলবার (৪ জুন) বেলা ১১টায় উপজেলা শাহগোলা এলাকায় এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: খিলগাঁওয়ে ট্রেনের রেক থেকে ইঞ্জিন বিচ্ছিন্ন
বিষয়টি নিশ্চিত করেছেন সান্তাহারে রেলওয়ে স্টেশন মাস্টার হাফিজুর রহমান।
স্টেশন মাস্টার হাফিজুর বলেন, দিনাজপুর থেকে সকালে ৯টায় ছেড়ে আসে ‘বরেন্দ্র এক্সপ্রেস’ ট্রেনটি। বেলা ১১টায় রাণীনগর শাহগোলা এলাকায় পৌঁছালে বিকট শব্দে ওই ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়ে যায়। এতে ঢাকার সঙ্গে নীলফামারী ও দিনাজপুরের রেলযোগাযোগ বন্ধ হয়ে যায়।
আরও পড়ুন: ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু
স্টেশন মাস্টার হাফিজুর আরও বলেন, খবর পেয়ে ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে।
রাণীনগরে ‘বরেন্দ্র এক্সপ্রেস’ ট্রেনের বগি মেরামত শেষে ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলেও জানান তিনি।
জেবি/এজে
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

২১৪ বছরেও স্কুলে নেই নতুনত্বের ছোঁয়া, ছাদ থেকে খসে পড়ছে কংক্রিট

জয়পুরহাটে মাদ্রাসায় নিয়োগে জালিয়াতি: ৯ লাখ ১৪ হাজার ১৫০ টাকা বেতন–ভাতা ফেরতের নির্দেশ

মান্দায় ভিমরুলের কামড়ে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

এবার রাজশাহীর মাইজভান্ডারী দরবারে হামলা-ভাঙচুর বিক্ষুব্ধ জনতার
