ফ্রেন্ডশিপ পর্বতে ঢাকা কলেজ শিক্ষার্থীর সফল অভিযান
ক্যাম্পাস প্রতিনিধি
প্রকাশ: ০৫:০৩ পিএম, ২২শে জুন ২০২৪

আল জুবায়ের: ভারতের হিমাচল প্রদেশের কুল্লু জেলার পীর পাঞ্জাল রেঞ্জের ৫ হাজার ২৮৯ মিটার উচ্চতার ফ্রেন্ডশিপ পর্বত জয় করেছেন বাংলাদেশের জাফর সাদেক। তিনি ঢাকা কলেজের শিক্ষার্থী।
বুধবার (১৯ জুন) ভারতের স্থানীয় সময় সকাল ৯টা ১৭ মিনিটে বাংলাদেশের এই পর্বতারোহী ফ্রেন্ডশিপ পর্বতের সর্বোচ্চ চূড়ায় আরোহণ করেন।
পর্বতারোহী জাফর সাদেক জানান, ফ্রেন্ডশিপ পর্বতের আশেপাশে হনুমান টিব্বা (৫৪৯০ মিটার), শেটিধর (৫২৫০ মিটার), লাদাখি (৫৫৩৬ মিটার), মানালি চূড়া (৫৭৩৫ মিটার), মকর বেহ (৬০৭০ মিটার) এবং শিকার বেহ (৬২০০ মিটার) এর মতো আরও নাম না জানা পর্বতশৃঙ্গ ছড়িয়ে আছে।
আরও পড়ুন: ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতির দাবিতে রাজপথে ঢাকা কলেজের শিক্ষার্থীরা
এছাড়াও চূড়ায় যাওয়ার পথে সমস্ত পর্বতের টোপোগ্রাফিক বৈশিষ্ট্যগুলি পাওয়া যায়, যেমন- মোরাইন, হিমবাহ, ক্রেভাস এবং আইস প্যাচগুলির বৈচিত্রময়তা। বিয়াস কুন্ড অববাহিকাসহ পীর পাঞ্জাল এবং ধৌলাধর পর্বতমালার অপূর্ব মনোরম প্যানোরামার দৃশ্য এই পর্বতের সৌন্দর্যকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে।
জেবি/আজুবা
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

অবৈধ দখলমুক্ত জবি এলাকা: পুলিশি অভিযানে জবি ছাত্রদলের সহযোগিতা

জাকসু নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলল বামপন্থি প্যানেল

৩৩ বছর পর জাকসুতে ভোটগ্রহণ, এখন অপেক্ষা ফলাফলের

জাকসু নির্বাচন বর্জন করে কেন্দ্র ত্যাগ করলেন জাতীয়তাবাদী শিক্ষকেরা
