প্রীতির পরিবারের পাশে থাকবে সরকার: তথ্যমন্ত্রী
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৫ পিএম, ২২শে সেপ্টেম্বর ২০২২

আওয়ামী লীগ নেতা টিপুকে হত্যার সময় সন্ত্রাসীর গুলিতে নিহত কলেজছাত্রীর সামিয়া আফনান প্রীতির পরিবারের পাশে থাকবে সরকার। প্রীতির বাসায় গিয়ে এমন আশ্বাস দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।
বুধবার (৩০ মার্চ) দুপুরে রাজধানীর শান্তিবাগে প্রীতির পরিবারের সঙ্গে দেখা করতে যান হাছান মাহমুদ। প্রীতির পরিবারকে সান্তনা দেন তিনি।
পরে সাংবাদিকদের বলেন, প্রীতির পরিবারের পাশে থাকবে সরকার। খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে সব ধরনের উদ্যোগ নেয়া হয়েছে বলেও জানান মন্ত্রী।
এসময় নিহতের পরিবারের হাতে নগদ সহায়তা একলাখ টাকা তুলে দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী।
প্রসঙ্গত, রাজধানীর শাহজাহানপুরে ইসলামিয়া হাসপাতালের সামনে গত বৃহস্পতিবার (২৪ মার্চ) রাতে দুর্বৃত্তের গুলিতে মতিঝিল থানা আওয়ামী লীগের নেতা জাহিদুল ইসলাম টিপু (৫৪) ও রিকশা আরোহী কলেজছাত্রী প্রীতি নিহত হন। এরমধ্যে জাহিদুল গাড়িতে ছিলেন। গুলিতে মুন্না (২৬) নামে টিপুর গাড়িচালক আহত হয়েছেন। অন্যদিকে নিহত প্রীতি একটি রিকশায় ছিলেন। দুর্বৃত্তরা পালানোর সময় ছোড়া ফাঁকা গুলিতে সেখানেই গুলিবিদ্ধ হন তিনি।
ওআ/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

তুমিও জানো আমিও জানি, সাদিক কায়েম বাংলাদেশি: শাহবাগে শিবিরের স্লোগান

ঢাবি শিক্ষার্থীরা মুক্ত পরিবেশে নেতৃত্ব বেছে নিয়েছে: শিবির সভাপতি

ডাকসু নির্বাচনে বিজয় পেলেও মিছিল নয়, শান্ত থাকার নির্দেশ জামায়াতের

প্রাথমিকে সঙ্গীতের ওপর গুরুত্ব আরোপ জাতির ভবিষ্যতের জন্য হুমকি
