নতুন ঠিকানায় ন্যাশনাল ব্যাংক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:৪৫ পিএম, ২৫শে আগস্ট ২০২৪

নতুন ঠিকানায় উদ্বোধন হলো ন্যাশনাল ব্যাংক লিমিটেডের মাজার রোড শাখা।
রবিবার (২৫ আগস্ট) ২০২৪ মাযার রোড শাখা আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল আলম খান।
আরও পড়ুন: ন্যাশনাল ব্যাংকের নব গঠিত পরিচালনা পর্ষদের প্রথম সভা অনুষ্ঠিত
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ইমরান আহমেদ। এসময় মাযার রোড শাখার ব্যবস্থাপক, শাখাটির কর্মকর্তা-কর্মচারী, স্বনামধন্য ব্যবসায়ীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। নতুন ঠিকানাতে ন্যাশনাল ব্যাংক লিমিটেড এর মাযার রোড শাখায় গ্রাহকের প্রতি সেবার মান ও পরিধি আরো বৃদ্ধি পাবে বলে আমন্ত্রিত অতিথিরা আশাবাদ ব্যক্ত করেন।
এসডি/