ভারতের সঙ্গে এসজি বলে খেলা কঠিন বললেন লিটন দাস


Janobani

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০৮:৪৫ পিএম, ১০ই সেপ্টেম্বর ২০২৪


ভারতের সঙ্গে এসজি বলে খেলা কঠিন বললেন লিটন দাস
ছবি: সংগৃহীত

সর্বশেষ পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজও কোকাবুরা বলে খেলেছে বাংলাদেশ দল। তবে আসন্ন ভারত সিরিজে থাকছে এসজি বল। যা কঠিন হতে পারে বলে জানালেন লিটন দাস।


মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) মিরপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হন এই উইকেটকিপার ব্যাটার। এ সময় তিনি এসজি বল নিয়ে বলছিলেন, ‘ভারতে বলটাও বদলে যাবে। এসজি বলে খেলা কিছুটা কঠিন। বিশেষ করে কোকাবুরাতে নতুন বল খেলা কঠিন, পুরোনো বলে খেলা একটু সহজ। কিন্তু এসজিতে নতুন বলে খেলা তুলনামূলক সহজ, পুরোনো বলে খেলাই কঠিন ব্যাপার।’


আরও পড়ুন: ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে বাংলাদেশের সম্ভাব্য স্কোয়াড


টেস্টে নিজের আক্রমণাত্মক ব্যাটিং নিয়ে লিটন বলেন, ‘আমার কাছে যেটাকে রান করার বল মনে হয়, আমি ওটাতেই রান করার চেষ্টা করি। যেকোনো ফরম্যাটেই এখন মানুষ রানটাকে বেশি প্রাধান্য দেয়। আমার কাছে মনে হয়, আমি টেস্টে যে ধরনের ব্যাটিং করি, টেস্টে এখন সবাই সেরকম আক্রমণাত্মক ক্রিকেটটাই বেশি খেলার চেষ্টা করে। তাতে আউটের সম্ভাবনা বেশি থাকলেও সঙ্গে সঙ্গে রান হওয়ার সম্ভাবনাও বেশি থাকে।’


তিনি বলেন, ‘আমি যে জায়গায় নামি, সঙ্গী হিসেবে হয়তো মিরাজকেই পাই। ওপর থেকে সাকিব ভাই, মুশফিক ভাই কাউকে পেতে পারি বা টপ অর্ডারের কোনো ব্যাটার। মিরাজ যেহেতু বোলার, আমি যদি একটু শট না খেলি, দলের স্কোর বাড়বে না।  আর আমি এভাবেই খেলতে চাই।’


এমএল/