ক্যানসার স্ক্রিনিংয়ে অবদান রাখতে চান সৌরজিত
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৪:১৩ পিএম, ১৬ই সেপ্টেম্বর ২০২৪

ক্যানসার স্ক্রিনিং সচেতনতায় অবদান রাখতে চান জানিয়েছেন মালেশিয়ায় পড়ুয়া বাংলাদেশের সৌরজিত বড়ুয়া। তিনি অন্যতম সরকারি ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়ায় ব্যবসায় শিক্ষা অনুষদে রেকর্ড সিজিপিএ ৩.৯৮ নিয়ে তার ডিগ্রি সম্পন্ন করেছেন।
টানা ৫ বার ভাইস চ্যান্সেলর লিস্টসহ মোস্ট আউটস্ট্যান্ডিং পারফরম্যান্স এবং ডিন লিস্ট পুরস্কার পেয়েছেন তিনি। তার ঝুলিতে আরও রয়েছে ট্যালেন্ট ব্যাংক ফিউচার লিডার মালয়েশিয়া ২০২১ পুরস্কার ও সেরা বাংলাদেশি ছাত্র মালয়েশিয়া ২০২১ পুরস্কার।
এ ছাড়া তিনি বিভিন্ন প্রতিযোগিতা নানা পুরস্কার পেয়েছেন। সৌরজিতের জন্ম কক্সবাজারের উখিয়ার হলদিয়া পালং গ্রামে নিম্ন মধ্যবিত্ত পরিবারে। ২০১৯ সালে ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়াতে ভর্তি হন। গ্র্যাজুয়েশন শেষ করে তিনি এখন একই বিশ্ববিদ্যালয়ে ডক্টরেট করছেন।
তার গবেষণার বিষয় ‘ক্যানসার স্ক্রিনিং সম্পর্কে সচেতনতা বাড়াতে ডিজিটাল মার্কেটিংয়ের ভূমিকা’। সৌরজিত বলেন, ক্যানসার যদি প্রাথমিক স্তরেই চিহ্নিত করা যায় তবে রোগীকে বাঁচানো সহজ হয়।