খুলনা-৬ আসনের সাবেক সংসদ সদস্য কুয়াকাটায় গ্রেফতার


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৭:২২ পিএম, ১৬ই অক্টোবর ২০২৪


খুলনা-৬ আসনের সাবেক সংসদ সদস্য কুয়াকাটায় গ্রেফতার
ছবি: প্রতিনিধি

একাধিক মামলার আসামি খুলনা-৬ আসনের সাবেক সংসদ সদস্য রশীদুজ্জামান মোড়লকে গ্রেফতার করা হয়েছে। 


বুধবার (১৬ অক্টোবর) ভোরে পটুয়াখালীর পর্যটক কেন্দ্র কুয়াকাটার একটি আবাসিক হোটেল থেকে তাকে গ্রেফতার করে র‍্যাব-০৬ ও র‍্যাব-০৮ এর সদস্যরা ৷ বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-০৮ এর মিডিয়া কর্মকর্তা সহকারী পরিচালক অমিত। তাকে গ্রেফতারের পর পরই সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


আরও পড়ুন: ঢাকা জেলা যুবলীগের আহ্বায়কের মহিপুর থানায় আত্মসমর্পন


র‍্যাব-০৮ এর মিডিয়া কর্মকর্তা সহকারী পরিচালক অমিত জানান, রশীদুজ্জামান মোড়লের বিরুদ্ধে খুলনা পাইকগাছা থানায় একাধিক মামলা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।


গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন রশীদুজ্জামান মোড়ল। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ৫ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারত চলে যাওয়ার পর রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিলে সংসদ সদস্য পদ হারান রশীদুজ্জামান মোড়ল।


এমএল/