শ্রীপুরে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত-১
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ১১:৩৫ এএম, ৪ঠা ডিসেম্বর ২০২৪

গাজীপুরের শ্রীপুরে তেলিহাটি ইউনিয়নের টেংরা সাইটালিয়া আঞ্চলিক সড়কে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাব্বির (১৬) নামে এক যুবক নিহত হয়েছেন।
আরও পড়ন: শ্রীপুরে বন বিভাগের অবৈধ স্থাপনা উচ্ছেদ চলাকালে অ্যাসিল্যান্ডসহ আহত ১০
বুধবার (৪ নভেম্বর) সকালে উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেংরা সাইটালিয়া আঞ্চলিক সড়কে মোটরসাইকেল দুর্ঘটনা এক যুবক নিহত হয়। নিহত যুবক শ্রীপুর উপজেলার বেকাসাহরা গ্রামের সোহেল মিয়ার ছেলে।
নিহতরে বাবা জানান, সকালে বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে খেজুরের রস খাওয়ার জন্য সাইটালিয়া যাওয়ার পথে দুই মোটরসাইকেল সংঘর্ষে তার ছেলের মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, সকালে টেংরা সাইটালিয়া আঞ্চলিক সড়কে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু হয় ।তাদের ধারণা অন্যান্য ছেলেদের মত সেও সকালে খেজুরের রস খাওয়ার জন্য সাইটালিয়া এলাকায় এসেছিল।
আরও পড়ুন: শ্রীপুরে লরি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদিন মন্ডল দৈনিক জনবাণী কে জানান, টেংরা সাইটালিয়া আঞ্চলিক সড়কের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত হয়েছে কেউ জানায়নি, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে খোঁজখবর নিয়ে বিস্তারিত জানাতে পারব।
এসডি/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

কমলগঞ্জে ট্রাকভর্তি ৪০০ বস্তা ময়দা আত্মসাৎ চেষ্টার ঘটনায় গ্রেপ্তার ২

পাঁচরুখী বেগম আনোয়ারা কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ

যেদিন রাস্তায় নামব, লাঠি না, বন্দুকও কিছু করতে পারবে না: কাদের সিদ্দিকী

শিবচরে ময়লার খাল উদ্ধারে প্রশাসনের উদ্যোগ
