শ্রীপুরে বন বিভাগের অবৈধ স্থাপনা উচ্ছেদ চলাকালে অ্যাসিল্যান্ডসহ আহত ১০
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৫:৩৯ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৪
গাজীপুরের শ্রীপুরে বন বিভাগের অবৈধ স্থাপনা উচ্ছেদ চলাকালে অ্যাসিল্যান্ডসহ ১০ জন আহত হয়েছে।
আরও পড়ুন: শ্রীপুরে লরি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত
মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেল ৩ টার দিকে এ ঘটনা ঘটে। সকাল থেকে উপজেলার কাফিলাতলি এবং পরে ইজ্জতপুর বাজারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের শেষের দিকে স্থানীয়রা ভেকুর ড্রাইভারের উপর মুহুর্মুহু ইট পাটকেল ছোঁড়া শুরু করে। এ সময় দুইজন ভেকু চালক, একজন বনকর্মী, স্থানীয় ২ জন, অ্যাসিল্যান্ড শ্রীপুর এবং উপজেলা প্রশাসনের ৫ জনসহ মোট ১০ জন আহত হয়।
ইজ্জতপুর বাজারের রেলগেইটের পশ্চিম পাশে সর্বশেষ মাসুদের বাড়িতে উচ্ছেদ অভিযান চালানোর শেষে, অভিযান সমাপ্তির সময় স্থানীয় মাসুদের নেতৃত্বে ২০-২৫ জন পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটায়। ওই সময় ইজ্জতপুর বাজার এলাকায় উত্তেজনা বিরাজমান ছিল।
এলাকাবাসী জানিয়েছেন, অভিযানের শেষের দিকে মাসুদের এমন কাজে স্থানীয়দের মধ্যে অনকেই মামলায় পড়তে পারে।
আরও পড়ুন: শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে শ্রমিক বিক্ষোভ
তারা আরও জানান, এ ঘটনাটি মূলত একটি গুজবের মাধ্যমে ঘটে। একজন নারী ঘর ভাঙার খবরে অজ্ঞান হয়ে যায়, অতঃপর মাইরালছেরে মাইরালছে”! বলে তাৎক্ষণিক এলাকাবাসীকে ক্ষেপিয়ে তোলে মাসুদ ও তার সঙ্গীয়রা। আবেগে পড়ে এমন কাণ্ড ঘটিয়েছে বলে ধারণা করছেন এলাকাবাসী।
এ বিষয়ে শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি আতাহার শাকিল বলেন, এ ঘটনায় আমিসহ উপজেলা প্রশাসনের মোট ৫ জন আহত হয়েছি । এ বিষয়ে পরবর্তী আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এসডি/