শ্রীপুরে বন বিভাগের অবৈধ স্থাপনা উচ্ছেদ চলাকালে অ্যাসিল্যান্ডসহ আহত ১০

বন বিভাগের অবৈধ স্থাপনা উচ্ছেদ চলাকালে অ্যাসিল্যান্ডসহ ১০ জন আহত হয়েছে।
বিজ্ঞাপন
গাজীপুরের শ্রীপুরে বন বিভাগের অবৈধ স্থাপনা উচ্ছেদ চলাকালে অ্যাসিল্যান্ডসহ ১০ জন আহত হয়েছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেল ৩ টার দিকে এ ঘটনা ঘটে। সকাল থেকে উপজেলার কাফিলাতলি এবং পরে ইজ্জতপুর বাজারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের শেষের দিকে স্থানীয়রা ভেকুর ড্রাইভারের উপর মুহুর্মুহু ইট পাটকেল ছোঁড়া শুরু করে। এ সময় দুইজন ভেকু চালক, একজন বনকর্মী, স্থানীয় ২ জন, অ্যাসিল্যান্ড শ্রীপুর এবং উপজেলা প্রশাসনের ৫ জনসহ মোট ১০ জন আহত হয়।
বিজ্ঞাপন
ইজ্জতপুর বাজারের রেলগেইটের পশ্চিম পাশে সর্বশেষ মাসুদের বাড়িতে উচ্ছেদ অভিযান চালানোর শেষে, অভিযান সমাপ্তির সময় স্থানীয় মাসুদের নেতৃত্বে ২০-২৫ জন পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটায়। ওই সময় ইজ্জতপুর বাজার এলাকায় উত্তেজনা বিরাজমান ছিল।
এলাকাবাসী জানিয়েছেন, অভিযানের শেষের দিকে মাসুদের এমন কাজে স্থানীয়দের মধ্যে অনকেই মামলায় পড়তে পারে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
তারা আরও জানান, এ ঘটনাটি মূলত একটি গুজবের মাধ্যমে ঘটে। একজন নারী ঘর ভাঙার খবরে অজ্ঞান হয়ে যায়, অতঃপর মাইরালছেরে মাইরালছে”! বলে তাৎক্ষণিক এলাকাবাসীকে ক্ষেপিয়ে তোলে মাসুদ ও তার সঙ্গীয়রা। আবেগে পড়ে এমন কাণ্ড ঘটিয়েছে বলে ধারণা করছেন এলাকাবাসী।
এ বিষয়ে শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি আতাহার শাকিল বলেন, এ ঘটনায় আমিসহ উপজেলা প্রশাসনের মোট ৫ জন আহত হয়েছি । এ বিষয়ে পরবর্তী আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বিজ্ঞাপন
এসডি/








