মির্জাপুরে সেই শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০১:৩৯ পিএম, ১৬ই মার্চ ২০২৫

টাঙ্গাইলের মির্জাপুরের কুড়িপাড়া গ্রামে গত ১৭ফেব্রুয়ারী ২য় শ্রেণীর মাদ্রাসা পড়ুয়া শিশু ধর্ষণের প্রধান আসামি সিএনজি চালক ধর্ষক ফিরোজ মিয়াকে গ্রেফতার করেছে মির্জাপুর থানা পুলিশ।
আরও পড়ুন: মির্জাপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত
শনিবার (১৫ মার্চ) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে ধর্ষক ফিরোজ মিয়াকে পালাতে সহযোগিতা করা এবং ভুক্তভোগী পরিবারের উপর প্রতিনিয়ত প্রভাব বিস্তার করার অভিযোগে ফিরোজ মিয়ার ছেলে সাব্বির হোসেনকে সীমান্তবর্তী মেহেরপুর জেলার গাংনী থানার রামনগর গ্রামে অভিযান চালিয়ে একটি ভুট্টা ক্ষেত থেকে তাকে গ্রেফতার করা হয় এবং পিতা-পূত্র দুজনেরই পাসপোর্ট উদ্ধার করা হয়। উল্লেখ্য ঘটনার এক সপ্তাহ পর এলাকার কতিপয় কিছু মাতব্বর ঘটনাটি দফারফা করতে ভুক্তভোগী পরিবারের উপর প্রভাব খাটিয়ে সালিশ মীমাংসায় বসাতে বাধ্য করেন। পরবর্তীতে ভুক্তভোগী শিশুটির মা ৫জনের নাম উল্লেখ পূর্বক ও ২-৩ জনকে অজ্ঞাত আসামি করে মির্জাপুর থানায় মামলা দায়ের করেন।
ধর্ষক ফিরোজ মিয়াকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে রবিবার মির্জাপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মো.মোশারফ হোসেন বলেন,অন্যতম প্রধান আসামি ফিরোজ মিয়াকে গ্রেফতার করা হয়েছে এবং ৫ দিনের রিমান্ড আবেদন করে আসামিকে আদালতে পাঠানো হয়েছে,ঘটনায় প্রভাব বিস্তার করা অন্যান্য আসামিদের গ্রেফতার অভিযান অব্যাহত থাকবে। এদিকে রিমান্ড আবেদনের প্রেক্ষিতে আদালত ৩দিনের রিমান্ড মন্ঞ্জুর করেছেন বলে জানা গেছে।
এসডি/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

কমলগঞ্জে ট্রাকভর্তি ৪০০ বস্তা ময়দা আত্মসাৎ চেষ্টার ঘটনায় গ্রেপ্তার ২

পাঁচরুখী বেগম আনোয়ারা কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ

যেদিন রাস্তায় নামব, লাঠি না, বন্দুকও কিছু করতে পারবে না: কাদের সিদ্দিকী

শিবচরে ময়লার খাল উদ্ধারে প্রশাসনের উদ্যোগ
