শ্রীপুরে ট্রাকের সঙ্গে সিএনজির ধাক্কায় ধান কাটা শ্রমিক নিহত
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ১২:৫৮ পিএম, ২৩শে এপ্রিল ২০২৫

গাজীপুরের শ্রীপুরে ট্রাকের সাথে সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় আনসারুল (৬০) নামে এক ধান কাটার শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরো তিন শ্রমিক আহত।
আরও পড়ুন: শ্রীপুরে আগুনে পুড়লো ২২টি ঘর
বুধবার (২৩ এপ্রিল) ভোরের দিকে উপজেলার মাওনা-বরমী আঞ্চলিক সড়কের উজিলাব এলাকার ন্যাশনাল ফিড মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আনসারুল রংপুরের বদরগঞ্জ উপজেলার সরদারপাড়া গ্রামের মঈনুদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, গভীর রাত থেকে ন্যাশনাল ফিড মিলের সামনে একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। ভোররাতে মাওনা চৌরাস্তা থেকে পাঁচজন ধান কাটার শ্রমিক নিয়ে বরমী বাজারগামী একটি অটোরিকশা ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই আনসারুল মারা যান।
দুর্ঘটনায় আহত তিনজনকে স্থানীয়রা উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহতদের তাৎক্ষণিক নাম-পরিচয় জানা যায়নি।
আরও পড়ুন: শ্রীপুরে প্রেমিক কে চিরকুট লিখে নারী পোশাক কর্মীর আত্মহত্যা
শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মনোয়ার হোসেন বলেন, দুর্ঘটনার পর সিএনজিচালক পালিয়ে গেছে। নিহতসহ যাত্রীরা সবাই ধান কাটার শ্রমিক ছিলেন। ট্রাক ও চালককে শনাক্তের চেষ্টা চলছে।
এসডি/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

কমলগঞ্জে ট্রাকভর্তি ৪০০ বস্তা ময়দা আত্মসাৎ চেষ্টার ঘটনায় গ্রেপ্তার ২

পাঁচরুখী বেগম আনোয়ারা কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ

যেদিন রাস্তায় নামব, লাঠি না, বন্দুকও কিছু করতে পারবে না: কাদের সিদ্দিকী

শিবচরে ময়লার খাল উদ্ধারে প্রশাসনের উদ্যোগ
