Logo

শ্রীপুরে আগুনে পুড়লো ২২টি ঘর

profile picture
জনবাণী ডেস্ক
১৬ এপ্রিল, ২০২৫, ০৩:২৬
37Shares
শ্রীপুরে আগুনে পুড়লো ২২টি  ঘর
ছবি: সংগৃহীত

চাকরি করে কিছু টাকা জমিয়েছিলাম। আগুন লেগে সব শেষ। কিছুই আর বাকি নেই।

বিজ্ঞাপন

গাজীপুরের শ্রীপুরে ২২টি শ্রমিক ভাড়া দেওয়া ঘর পুড়ে  গেছে। আগুন লাগার সময় পোশাক শ্রমিকরা সবাই কারখানায় কাজে ছিলেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে ১১ দিকে শ্রীপুর পৌরসভার বেড়াইদচোলা  এলাকায় এ ঘটনা ঘটে। আগুনে শাকিল বেপারীর  টিনশেডের ২২টি  ঘর পুড়ে যায়।

সরেজমিনে দেখা যায়, পাশাপাশি ঘরের সবগুলোই টিনশেড বিল্ডিং। একটি ঘর অপর ঘরের সঙ্গে লাগানো। ছোট ছোট কক্ষের প্রতিটিতে একটি করে পরিবারের বসবাস। আগুনে ঘরের আসবাবপত্র, ফ্যান, খাট, বই-খাতা সবই পুড়ে গেছে।

বিজ্ঞাপন

ক্ষতিগ্রস্ত আমজাদ হোসেন বলেন, হঠাৎ খবর পাই ঘরে আগুন লেগেছে। ছুটি নিয়ে এসে দেখি ঘরের আসবাবপত্র ও জামাকাপড়সহ সব মালামাল পুড়ে গেছে। অর্ধেক মাসের বেতন পেয়ে কিছু নগদ টাকা রেখেছিলাম, সেগুলোও পুড়ে ছাই হয়ে গেছে। এতে তার ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

বিজ্ঞাপন

একই কারখানার প্যাকিংম্যান নাজমা আক্তার এবং নিডেলম্যান রূপা আক্তার বলেন, আমরা অফিসে ডিউটিতে ছিলাম। ঘরে আগুন লাগার খবর পেয়ে এসে দেখি ঘরের ওপর দিয়ে আগুনের কালো ধোঁয়া বের হচ্ছে। চোখের সামনে পুরো ঘর পুড়ে ছাই হয়ে গেলো। আগুনে ঘরে থাকা সাড়ে তিন লাখ টাকার মালামাল পুড়ে গেছে।

পোশাক শ্রমিক আব্দুল্লাহ বলেন, তিন হাজার টাকায় টিনশেড ঘর ভাড়া নিয়ে পোশাক কারখানায় চাকরি নিয়েছিলাম। চাকরি করে কিছু টাকা জমিয়েছিলাম। আগুন লেগে সব শেষ। কিছুই আর বাকি নেই।

বিজ্ঞাপন

বাড়ির মালিক শাকিল বেপারী বলেন, পুড়ে যাওয়া ওইসব ঘরে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা ভাড়া থাকেন। তারা কারখানায় থাকায় ঘরের সব মামলামল পুড়ে গেছে। 

বিজ্ঞাপন

মাওনা ফায়ার সার্ভিস ষ্টেশনের ইন্সপেক্টর মাহমুদুল হাসান  বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট পৌণে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোনো হতাহত হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে।

বিজ্ঞাপন

এসডি/

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD