শফিউল আলম প্রধান আমৃত্যু ভারতের আধিপত্যের প্রতিবাদে কাজ করে গেছেন : দুদু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:২৯ পিএম, ২১শে মে ২০২৫

বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, শফিউল আলম প্রধান আমৃত্যু ভারতের অধিপত্যের প্রতিবাদে কাজ করে গেছেন, ভারতবিরোধী ছিলেন। তিনি অবস্থান পরিবর্তন করেছেন কিন্তু গণবিরোধী, দেশবিরোধী কিছু সমর্থন করেননি। কোনোভাবে দুর্নীতিকে প্রশ্রয় দেননি।
আরও পড়ুন: উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগ দাবি ইশরাকের
বুধবার (২১ মে) শফিউল আলম প্রধানের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাব জাগপা আয়োজিত ‘শফিউল আলম প্রধান-এর সংগ্রামী জীবনের চিত্র প্রদর্শনী ও স্মরণসভায়’ তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, শফিউল আলম প্রধান বাংলার ইতিহাসের অন্যতম একজন ব্যক্তি, যিনি দুর্নীতিকে প্রশ্রয় দেননি। ক্ষমতাকে রাজনীতির বিষয় বলে মনে করেননি। তিনি সত্য উচ্চারণে কখনো পিছপা হননি। এটাই তার চরিত্রের অন্যতম দিক বলে আমার মনে হয়েছে।
শামসুজ্জামান দুদু বলেন,শফিউল আলম প্রধানের রাজনৈতিক অনুসারী ছিলাম না। তার রাজনীতি এবং আমার রাজনীতি বিপরীত একটি বিষয় ছিল। তার যে সাহসিকতা, সত্যবাদিতা, নিজের রাজনীতির প্রতি দৃঢ়ভাবে অবস্থান নেওয়া এটা আমার ভালো লেগেছে। মানুষ যা দেখছেন তার বিপরীত চিন্তাধারাও তার মধ্যে ছিল। তিনি আমৃত্যু ভারতের অধিপত্যের প্রতিবাদে কাজ করে গেছেন। তিনি অবস্থান পরিবর্তন করেছেন কিন্তু গণবিরোধী, দেশবিরোধী কিছু কখনো সমর্থন করেননি। তিনি কোনোভাবে দুর্নীতিকে প্রশ্রয় দেননি।
আরও পুড়ুন: নির্বাচন পেছাতে ষড়যন্ত্র-চক্রান্ত শুরু হয়েছে : মির্জা ফখরুল
বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, বর্তমানে মানুষ ক্ষমতার জন্য, সম্পত্তির জন্য খুব দূরত্বই রাজনৈতিক আদর্শ পরিবর্তন করে। এই পরিবর্তন বাংলাদেশের রাজনীতিকে বিপন্ন করেছে, হয়তোবা জাতীয় চরিত্রকে কলুষিত করেছে। শফিউল আলম প্রধান ছিলেন ঠিক এর বাইরের একটা চরিত্র। আমি তার রুহের মাগফিরাত কামনা করি।
এসডি/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

আ.লীগের সঙ্গে আঁতাত করে ডাকসু নির্বাচন জিতেছে শিবির: মির্জা আব্বাস

কাতারে ইসরাইলি হামলা নিয়ে তারেক রহমানের সংহতি প্রকাশ

তুমিও জানো আমিও জানি, সাদিক কায়েম বাংলাদেশি: শাহবাগে শিবিরের স্লোগান

ঢাবি শিক্ষার্থীরা মুক্ত পরিবেশে নেতৃত্ব বেছে নিয়েছে: শিবির সভাপতি
