গণতন্ত্র এখনও নাগালের বাইরে: গয়েশ্বর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৪১ পিএম, ২৬শে মে ২০২৫

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, জনগণ ফ্যাসিবাদকে তাড়াতে সক্ষম হলেও গণতন্ত্র এখনও নাগালের বাইরে রয়ে গেছে।
সোমবার (২৬ মে) দুপুরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত মাস স্মরণে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।
গয়েশ্বর চন্দ্র বলেন, বিএনপি এখনও গণতন্ত্রের লড়াইয়ের আন্দোলনে আছে। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমেই সেই গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে।
বিএনপির এ নেতা আরও বলেন, জনগণ ফ্যাসিবাদকে তাড়াতে সক্ষম হলেও গণতন্ত্র এখনও নাগালের বাইরে রয়ে গেছে। গণতন্ত্র এখনো আলোর মুখ দেখেনি। সম্মিলিত লড়াইয়ের ফসল হিসেবে ভোটাধিকার প্রতিষ্ঠা করাই বিএনপির মূল লক্ষ্য।
আরএক্স/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

আ.লীগের সঙ্গে আঁতাত করে ডাকসু নির্বাচন জিতেছে শিবির: মির্জা আব্বাস

কাতারে ইসরাইলি হামলা নিয়ে তারেক রহমানের সংহতি প্রকাশ

তুমিও জানো আমিও জানি, সাদিক কায়েম বাংলাদেশি: শাহবাগে শিবিরের স্লোগান

ঢাবি শিক্ষার্থীরা মুক্ত পরিবেশে নেতৃত্ব বেছে নিয়েছে: শিবির সভাপতি
