সিরাজগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৭:২৮ পিএম, ২৭শে মে ২০২৫

সিরাজগঞ্জে গোয়েন্দা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবাসহ লিটন হোসেন (৩১) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
সোমবার( ২৬ মে ) রাতে সদর উপজেলার বহুলী ইউনিয়নের ডমুর হাটখোলা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ী সদর উপজেলার বহুলী ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রমজান আলীর ছেলে।
ডিবি পুলিশের উপ-পরিদর্শক নাজমুল হোসেন জানান, সোমবার রাতে বহুলী ইউনিয়নের ডমুর হাটখোলায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় পাঁচশত পিস ইয়াবাসহ লিটনকে আটক করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের পর তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
এসডি/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

২১৪ বছরেও স্কুলে নেই নতুনত্বের ছোঁয়া, ছাদ থেকে খসে পড়ছে কংক্রিট

জয়পুরহাটে মাদ্রাসায় নিয়োগে জালিয়াতি: ৯ লাখ ১৪ হাজার ১৫০ টাকা বেতন–ভাতা ফেরতের নির্দেশ

মান্দায় ভিমরুলের কামড়ে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

এবার রাজশাহীর মাইজভান্ডারী দরবারে হামলা-ভাঙচুর বিক্ষুব্ধ জনতার
