রাতভর বিএসএফের পুশ-ইন চেষ্টা, বিজিবি-জনতার বাধায় ব্যর্থ
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০২:০০ পিএম, ৩১শে মে ২০২৫

আবারো কুড়িগ্রামের কচাকাটা সীমান্তে রাতভর ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের পুশ ইন নিয়ে চলে উত্তেজনা। এসময় বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি এবং আনসার ভিডিপি পুশ ইন ঠেকাতে কঠোর অবস্থান নেয়।
শুক্রবার (৩০ মে) রাতে কচাকাটা থানার কেদার ইউনিয়নের শোভারকুটি ও শিপেরহাট সীমান্তে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, সন্ধ্যা ৭টার দিকে ভারতের আসাম রাজ্যের ধুবরী জেলার গোলকগঞ্জ থানার বিএসএফ সদস্যরা দুটি পিকআপ ভ্যানে ৫০-৬০ জন নাগরিককে বাংলাদেশের সীমান্ত লাগোয়া ভারতের ফাইসকারকুটি গ্রামের একটি স্কুলে পুশ-ইন করার জন্য জড়ো করে। পরে সীমান্ত গ্রামটির সব লাইট বন্ধ করে পুশ-ইন করার চেষ্টা করে বিএসএফ।
কুড়িগ্রাম-২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহাবুব উল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সীমান্ত দিয়ে বিএসএফ অবৈধভাবে কাউকে পুশ ইন করতে না পারে সেজন্য বিজিবি, আনসার সদস্যসহ সীমান্তবাসি যৌথভাবে পাহারা দিচ্ছে। সীমান্তে টহল জোরদার করা হয়েছে।
আরএক্স/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

আ.লীগের সঙ্গে আঁতাত করে ডাকসু নির্বাচন জিতেছে শিবির: মির্জা আব্বাস

কাতারে ইসরাইলি হামলা নিয়ে তারেক রহমানের সংহতি প্রকাশ

তুমিও জানো আমিও জানি, সাদিক কায়েম বাংলাদেশি: শাহবাগে শিবিরের স্লোগান

ঢাবি শিক্ষার্থীরা মুক্ত পরিবেশে নেতৃত্ব বেছে নিয়েছে: শিবির সভাপতি
