রাজধানীতে কর্মজীবী মানুষের ফিরতি স্রোত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৫৬ পিএম, ১১ই জুন ২০২৫

পবিত্র ঈদুল আযহার ছুটি কাটিয়ে রাজধানীতে ফিরতে শুরু করেছে মানুষ। বেসরকারি অফিসের ছুটি শেষ হয়ে যাওয়ায় রাজধানীতে ফের বাড়ছে মানুষ ও কর্মব্যস্ততা। সরকারি হিসেব অনুযায়ী ঈদের ছুটি চলবে আরো তিন দিন। তবে এখনো কেউ কেউ ঢাকা ছেড়ে গ্রামে যাচ্ছেন ঈদের ছুটিতে।
বুধবার (১১ জুন) সায়েদাবাদ বাস টার্মিনালে দেখা যায়, ঈদ উদযাপন করতে আজও বাড়ি ফিরছেন মানুষ। তবে সে সংখ্যাটা খুব একটা বেশি নয়। উল্টো জীবিকার তাগিদে ঢাকায় ফিরে আসছেন অনেকেই। পরিবহণ সংশ্লিষ্টরা বলছেন, ঢাকা থেকে যে পরিমাণ মানুষ যাচ্ছে, ফিরছে তার বেশি।
পূর্বাশা পরিবহনের কাউন্টার ম্যানেজার মোহন লাল বলেন, বর্তমানে যাত্রী অনেক কম। ৮ থেকে ১০ জন যাত্রী নিয়েই বাস ছাড়তে হচ্ছে। তবে সে তুলনায় ঢাকা ফেরত প্রতিটি বাসই যাত্রীতে ভরপুর থাকে।
রয়েল এক্সপ্রেস বাসের কাউন্টার ম্যানেজার বলেন, বাড়ি ফেরা যাত্রীর পরিমাণ এখন কম। যারা যাওয়ার তারা ইতোমধ্যেই চলে গেছেন। আমাদেরও অল্প যাত্রী দিয়েই বাস ছাড়তে হচ্ছে। তবে ঢাকায় যে বাসগুলো ফিরছে, সেগুলো কোনোটাই খালি ফিরছে না।
সরকারি ছুটি ১৪ জুন পর্যন্ত থাকলেও অধিকাংশ বেসরকারি অফিসের ঈদের ছুটি শেষ হয়ে গেছে। তাই জীবিকার তাগিদেই বাড়ি ফিরছেন অনেকে।
চাকরিজীবী জান্নাতুর রহমান বলেন, অফিসে ঈদের ছুটি ছিল পাঁচদিন। ছুটি এখন শেষ, তাই ফিরে এসেছি।
আরএক্স/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

আ.লীগের সঙ্গে আঁতাত করে ডাকসু নির্বাচন জিতেছে শিবির: মির্জা আব্বাস

কাতারে ইসরাইলি হামলা নিয়ে তারেক রহমানের সংহতি প্রকাশ

তুমিও জানো আমিও জানি, সাদিক কায়েম বাংলাদেশি: শাহবাগে শিবিরের স্লোগান

ঢাবি শিক্ষার্থীরা মুক্ত পরিবেশে নেতৃত্ব বেছে নিয়েছে: শিবির সভাপতি
