আসন্ন নির্বাচনে অর্থ বরাদ্দে কোনো কার্পণ্য নয়: অর্থ উপদেষ্টা


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৩:৩৬ পিএম, ১লা জুলাই ২০২৫


আসন্ন নির্বাচনে অর্থ বরাদ্দে কোনো কার্পণ্য নয়: অর্থ উপদেষ্টা
ফাইল ছবি।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সরকারের ভেতরে ও বাইরে যথেষ্ট উৎসাহ ও উদ্দীপনা রয়েছে, আর তাই নির্বাচন ঘিরে অর্থ বরাদ্দে কোনো কার্পণ্য করবে না সরকার—এমনটাই জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

 

আরও পড়ুন: ১৬ বছর অপেক্ষা নয়, প্রতিবছর অভ্যুত্থান স্মরণের অঙ্গীকার


মঙ্গলবার (১ জুলাই) সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।


অর্থ উপদেষ্টা বলেন, নির্বাচনের জন্য অর্থের যে বরাদ্দ দেওয়া হয়েছিল, সেখানে আমরা কোনো কার্পণ্য করব না।


এদিকে ক্রয় সংক্রান্ত কমিটির বৈঠকের সিদ্ধান্তের বিষয়ে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, চট্টগ্রাম বন্দরে কনটেইনার হ্যান্ডলিংয়ের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। ডিএপি, ইউরিয়া সার কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এলএনজির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর বাইরেও রংপুরে ৩০টি স্কুল রিনভেন্ট করার বিষয়ে অনুমোদন দেওয়া হয়েছে।


গ্যাস সংকটের কারণে সার উৎপাদন ব্যাহত হওয়ার বিষয়ে এই উপদেষ্টা বলেন, এলএনজি এলে আমরা হয়তো সারের সরবরাহ বাড়াতে পারবো।


আরও পড়ুন: জুলাইকে সবার গণজাগরণ ও ঐক্যের মাসে পরিণত করুন: প্রধান উপদেষ্টা


তবে এবারের বৈঠকে জ্বালানী তেল নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। এর আগের বৈঠকে ইরান-ইসরাইল যুদ্ধের কারণে জ্বালানী তেল নিয়ে অনেকটা শঙ্কার কথা জানালেও যুদ্ধ থেমে যাওয়ায় এ বিষয়ে অনেকটা ভারমুক্ত বলে মনে হয়েছে কমিটির সদস্যদের।


এসডি/