১৬ বছর অপেক্ষা নয়, প্রতিবছর অভ্যুত্থান স্মরণের অঙ্গীকার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:০৮ অপরাহ্ন, ১লা জুলাই ২০২৫

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, প্রতিবছর জুলাই মাসে গণঅভ্যুত্থান স্মরণ করা হবে। তিনি উল্লেখ করেছেন, “অভ্যুত্থানের জন্য যেন পরবর্তীতে ১৬ বছর আমাদের অপেক্ষা করতে না হয়।” তার মতে, এমন পদক্ষেপ নিতে হবে, যাতে স্বৈরাচারের কোনও চিহ্ন দেখলে তাৎক্ষণিকভাবে তা বিনাশ করা সম্ভব হয়।
মঙ্গলবার (১ জুলাই) সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে জুলাই অভ্যুত্থান স্মরণে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন ড. ইউনূস। তিনি বলেন, “আজ ইতিহাসের এক গৌরবময় ক্ষণ। এক বছর আগে এই জুলাই মাসে শিক্ষার্থীদের নেতৃত্বে যে আন্দোলন শুরু হয়েছিল, তা এক অভূতপূর্ব গণঅভ্যুত্থানে রূপ নেয়।”
প্রধান উপদেষ্টা আরও বলেন, “জুলাই মাস ছিল দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ের এক অমোঘ ডাক, এক জনতার জাগরণ। সে আন্দোলনের মূল বার্তা ছিল— ফ্যাসিবাদের বিলোপ করে নতুন বাংলাদেশ নির্মাণ এবং রাষ্ট্রকে জনগণের হাতে ফিরিয়ে দেওয়া।”
ড. ইউনূস জানান, প্রতি বছর এই সময় জনগণের ঐক্যকে পুনরুজ্জীবিত করতে এবং গণতান্ত্রিক অধিকার সম্পর্কে সচেতনতা বাড়াতে এই কর্মসূচি আয়োজন করা হবে। “শুধু স্মরণ নয়, এটি একটি নতুন শপথ— জনগণকে গণতান্ত্রিক অধিকার সম্পর্কে সচেতন করা, রাজনৈতিক দায়বদ্ধতার দাবি জানানো এবং রক্তের বিনিময়ে পাওয়া সংস্কারের সুযোগ যেন হারিয়ে না যায়,” বলেন তিনি।
তিনি আরও বলেন, “যত কঠিনই পথ হোক, জনগণ যখন জেগে ওঠে, তখন কোনো শক্তিই তাদের রুখে দিতে পারে না।”
প্রধান উপদেষ্টা ড. ইউনূসের এই বক্তব্যে নতুন প্রজন্মের মধ্যে গণতন্ত্র ও ঐক্যের মূল্যবোধ আরও শক্তিশালী হবে, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তার মতে, ২০২৪ সালের আন্দোলন এবং এই ধরনের উদ্যোগ দেশের ভবিষ্যৎ রাজনৈতিক স্থিতিশীলতা ও উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
এই মাসব্যাপী কর্মসূচির লক্ষ্য, গত বছরের আন্দোলনের প্রতিটি দিনের স্মৃতি পুনরুজ্জীবিত করা এবং জনগণের মধ্যে ঐক্য ও গণতান্ত্রিক ভাবনা প্রতিষ্ঠিত করা। “যত দিন পর্যন্ত স্বৈরাচারের চিহ্ন দেখা যাবে, আমরা যেন তা প্রতিহত করতে পারি। আমাদের শপথ হবে, একে অন্যের পাশে দাঁড়িয়ে, আমরা গণতন্ত্র রক্ষায় কাজ করে যাব,” যোগ করেন তিনি।
আরএক্স/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

প্রধান উপদেষ্টার সাথে বৈঠক নিয়ে যা বললেন সিইসি

আসন্ন নির্বাচনে অর্থ বরাদ্দে কোনো কার্পণ্য নয়: অর্থ উপদেষ্টা

জুলাইকে সবার গণজাগরণ ও ঐক্যের মাসে পরিণত করুন: প্রধান উপদেষ্টা

ঐতিহাসিক ছাত্র আন্দোলনের সূচনা, আ.লীগের স্বৈরশাসনের বিরুদ্ধে গণজাগরণ
