মূল্যস্ফীতি কমছে সুচিন্তিত কৌশলে: প্রেস সচিব


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০২:১৮ পিএম, ৭ই জুলাই ২০২৫


মূল্যস্ফীতি কমছে সুচিন্তিত কৌশলে: প্রেস সচিব
ফাইল ছবি।

সরকারের সুচিন্তিত নীতি ও কার্যকর কৌশলের ফলেই দেশে মূল্যস্ফীতি দ্রুত হারে কমছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।


সোমবার (৭ জুলাই) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, অন্তর্বর্তী সরকারের সুচিন্তিত নীতি-কৌশলের ফলে মূল্যস্ফীতি দ্রুত কমছে।



আরও পড়ুন: চালের বাজারে সরকারের তীক্ষ্ণ নজর রয়েছে: খাদ্য উপদেষ্টা


তিনি আরও লিখেছেন, ২০২৫ সালের জুন মাসের উপাত্ত অনুযায়ী পয়েন্ট-টু-পয়েন্ট মূল্যস্ফীতি ৮.৪৮ শতাংশে দাঁড়িয়েছে, যা গত ২০২৪ সালের আগস্ট মাসের তুলনায় ২ শতাংশ-বিন্দু কম। 


শফিকুল আলম লিখেছেন, খাদ্য মূল্যস্ফীতি উল্লেখযোগ্য পরিমাণে হ্রাস পেয়ে ৭.৩৯ শতাংশে দাঁড়িয়েছে, যা গত দুই বছরের মধ্যে সর্বনিম্ন।


সবশেষে তিনি লিখেছেন, খাদ্য-বহির্ভূত মূল্যস্ফীতিও হ্রাস পেতে শুরু করেছে এবং আগামীতে তা খুব দ্রুত কমে আসবে।



এসডি/