হাসনাত আব্দুল্লাহকে নিরাপদে সরিয়ে নিল পুলিশ


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৩:৫৭ পিএম, ১৬ই জুলাই ২০২৫


হাসনাত আব্দুল্লাহকে নিরাপদে সরিয়ে নিল পুলিশ
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মাসব্যাপী 'জুলাই পদযাত্রা' কর্মসূচির অংশ হিসেবে গোপালগঞ্জ পৌর পার্কে অনুষ্ঠিত সমাবেশে হামলার ঘটনা ঘটেছে। 


বুধবার (১৬ জুলাই) দুপুরে এ হামলার সময় এনসিপির কেন্দ্রীয় নেতা হাসনাত আব্দুল্লাহকে পুলিশ নিরাপদে সরিয়ে নেয়।


প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সমাবেশস্থলে বৃষ্টির কারণে উপস্থিতি কম থাকায় এই সুযোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা হেলমেট পরে সমাবেশে অতর্কিত হামলা চালায়। তারা মঞ্চ ভাঙচুর করে, চেয়ার-টেবিল ছুঁড়ে মারে এবং ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টি করে।


ঘটনার সময় অতিরিক্ত পুলিশ ও সেনা মোতায়েন করা হয় এলাকাজুড়ে। দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তা বাহিনী তৎপর হয় এবং আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। ঘটনার পর কয়েকজনকে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।


এর আগে, সকালেই গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর এলাকায় ছাত্রলীগ কর্মীরা পুলিশের একটি গাড়িতে আগুন দেয় এবং ভাঙচুর চালায়, বলে অভিযোগ ওঠে। একই দিন সদর উপজেলার গান্ধিয়াশুর এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়িবহরেও হামলা চালানো হয়।


গোপালগঞ্জ সদর উপজেলার ইউএনও এম রকিবুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “জাতীয় নাগরিক পার্টির আজকের পদযাত্রাকে বানচাল করতে পরিকল্পিতভাবে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও ছাত্রলীগের সমর্থকেরা হামলা করেছে।”


গোপালগঞ্জ সদর থানার ওসি মীর মো. সাজেদুর রহমান বলেন, “নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালের অনুসারীরা পুলিশের গাড়িতে আগুন দিয়েছে এবং ভাঙচুর চালিয়েছে। আমরা এখনো হতাহতের তথ্য নিশ্চিত করতে পারিনি।”


ঘটনাস্থল এবং আশপাশের এলাকায় উচ্চ নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে, এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলে প্রশাসন জানিয়েছে।


আরএক্স/