কোনো পরিবার বাংলাদেশকে কিনে নিতে পারবে না: তাসনিম জারা
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৫:৩১ পিএম, ১৬ই জুলাই ২০২৫

তরুণদের মাঝে জনপ্রিয় মুখ, চিকিৎসক ও সামাজিক সচেতনতা বিষয়ক কর্মী ডা. তাসনিম জারা তার ফেসবুক স্ট্যাটাসে গোপালগঞ্জ ও জাতীয় রাজনীতিকে ঘিরে এক শক্তিশালী বার্তা দিয়েছেন।
স্ট্যাটাসে তিনি লিখেছেন, “মধুমতির কোল ঘেঁষে গোপালগঞ্জ। গোপালগঞ্জ সারা বাংলাদেশের।”
তার ভাষ্য অনুযায়ী, অতীতে যেভাবে কিছু জেলাকে দলীয়করণ করে অন্যদের বঞ্চিত করা হয়েছে, সেই পুরনো বিভাজনের রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানান তিনি।
তাসনিম জারা বলেন,“আমাদের পদযাত্রা গোপালগঞ্জকে বাদ দিয়ে নয়।গোপালগঞ্জের সন্তানেরা যাতে বৈষম্যের শিকার না হয়, সেজন্য আমাদের লড়াই।”
এ সময় তিনি বলেন, ১৯৪৭, ১৯৭১ ও ২০২৪ সালের রাজনৈতিক প্রেক্ষাপট উল্লেখ করে বলেন, এই জনপদের মানুষ সব সময় অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছে এবং সেই লড়াই এখনও চলছে।
স্ট্যাটাসে তিনি আরও লেখেন, “কোনো ব্যক্তি বা পরিবার আর বাংলাদেশকে কিনে নিতে পারবে না। কোনো একক ব্যক্তি বা পরিবারের স্বার্থে বাংলাদেশ বিক্রি হবে না। বাংলাদেশ হবে সবার।”
তাসনিম জারা তার লেখার শেষাংশে আশাবাদ ব্যক্ত করে বলেন, “পথটা লম্বা। চ্যালেঞ্জ অনেক। কিন্তু মানুষ যখন জাগে, ইতিহাস বদলায়।”
তার এই বক্তব্য ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই এটিকে তরুণ প্রজন্মের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক অবস্থান ও সচেতনতার প্রকাশ হিসেবে দেখছেন।
আরএক্স/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

কাতারে ইসরাইলি হামলা নিয়ে তারেক রহমানের সংহতি প্রকাশ

তুমিও জানো আমিও জানি, সাদিক কায়েম বাংলাদেশি: শাহবাগে শিবিরের স্লোগান

ঢাবি শিক্ষার্থীরা মুক্ত পরিবেশে নেতৃত্ব বেছে নিয়েছে: শিবির সভাপতি

ডাকসু নির্বাচনে বিজয় পেলেও মিছিল নয়, শান্ত থাকার নির্দেশ জামায়াতের
